সাপের মতো দেখতে হলেও আদৌ কি তাই ? ফ্লোরিডায় উদ্ধার হওয়া অদ্ভূত প্রাণীকে ঘিরে হইচই পড়ে গিয়েছে !

Last Updated:

Caecilian spotted in Florida: সম্প্রতি আমেরিকার ফ্লোরিডায় দেখা মিলেছে এই প্রাণীর ৷ তারপর থেকেই হইচই পড়ে গিয়েছে সেটিকে ঘিরে ৷

ফ্লোরিডা: দেখতে অনেকটা সাপের মতো ৷ ধূসর রঙের কিছু একটা গুটিয়ে বসে রয়েছে ৷ রবার বা পাইপ বলেও অনেকে ভুল করতে পারেন ৷ কী এটি আসলে ? বিজ্ঞানীরা জানিয়েছেন, দক্ষিণ ফ্লোরিডায় সন্ধান পাওয়া এই সাপের মতো দেখতে প্রাণীটি আসলে সাপ নয়, অন্য কিছু ৷ নাম সেসিলিয়ান (Caecilian) ৷
সম্প্রতি আমেরিকার ফ্লোরিডায় দেখা মিলেছে এই প্রাণীর ৷ তারপর থেকেই হইচই পড়ে গিয়েছে সেটিকে ঘিরে ৷  দক্ষিণ ফ্লোরিডার তামিয়ামি খালে এর খোঁজ মিলেছে। ওই অঞ্চলে এর আগে কখনও সেসিলিয়ান দেখা যায়নি। দেখতে সাপের মতো হলেও এরা কিন্তু আদতে সাপ নয় ৷
advertisement
দক্ষিণ এশিয়া, আফ্রিকার বেশ কিছু অঞ্চলে এদের দেখতে পাওয়া গেলেও আমেরিকায় এই প্রথম দেখা গিয়েছে ৷ এদের কোনটা মুখ এবং কোনটা লেজ, দেখলে বোঝাই যাবে না ৷ উদ্ধার হওয়া এই প্রাণীটি আসলে কী, তা প্রথমে বুঝেই উঠত পারছিলেন না বিজ্ঞানীরা ৷ শেষপর্যন্ত অনেক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা নিশ্চিত হয়েছেন, এটি একটি সেসিলিয়ান ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
সাপের মতো দেখতে হলেও আদৌ কি তাই ? ফ্লোরিডায় উদ্ধার হওয়া অদ্ভূত প্রাণীকে ঘিরে হইচই পড়ে গিয়েছে !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement