Mother saves her son from mountain lion: সিংহের মুখে পাঁচ বছরের সন্তান, খালি হাতেই ঝাঁপিয়ে পড়লেন মা! জয় হল মাতৃশক্তির

Last Updated:

ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফের জারি করা একটি বিবৃতি থেকেই এই ঘটনা সামনে এসেছে (Mother saves her son from mountain lion)৷

#ক্যালিফোর্নিয়া: কথায় বলে সন্তানের জন্য হাসিমুখে জীবন বাজি রাখতে পারেন মা৷ সহ্য করতে পারেন যে কোনও কষ্ট৷ ঢাল হয়ে দাঁড়িয়ে যে কোনও বিপদ থেকে সন্তানকে রক্ষা করার চেষ্টা করেন মা৷ মাতৃশক্তির এই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতারই প্রমাণ রাখলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এক মহিলা৷ খালি হাতে লড়ে সিংহের মুখ থেকে নিজের সন্তানকে ছিনিয়ে আনলেন তিনি৷
ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফের জারি করা একটি বিবৃতি থেকেই এই ঘটনা সামনে এসেছে৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলস কাউন্টির ক্যালাবাসাসে জঙ্গল ঘেঁষা বাড়িটির সামনের অংশে খেলা করছিল মহিলার পাঁচ বছর বয়সি পুত্রসন্তান৷
আচমকাই সেখানে হানা দেয় একটি পাহাড়ি সিংহ৷ শিশুটির উপরে চড়াও হয়ে প্রায় ৪৫ গজ টেনে নিয়ে যায় প্রাণীটি৷ সন্তানের বিপদ দেখে দু' বার ভাবেননি ওই মহিলা৷ খালি হাতেই হিংস্র প্রাণীটির উপরে ঝাঁপিয়ে পড়েন তিনি৷ সর্বশক্তি দিয়ে সিংহটিকে আঘাত করতে করতে সন্তানকে তার গ্রাস থেকে ছাড়িয়ে নেন অজ্ঞাতপরিচয় ওই মহিলা৷ ভয় পেয়ে পিছু হটে প্রাণীটি৷
advertisement
advertisement
ঘটনার পরই দ্রুত শিশুটিকে নিয়ে স্থানীয় হাসপাতালে পৌঁছন ওই মহিলা এবং তাঁর স্বামী৷ শিশুটির মাথা এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত থাকলেও এখন তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷
ঘটনার কথা জানতে পেরে মহিলার বাড়িতে যান সরকারি আধিকারিকরা৷ বাড়ির কাছেই ঝোপের মধ্যে একটি পাহাড়ি সিংহকে দেখতে পান তাঁরা৷ স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রাণীটিকে গুলি করে মারা হয়৷ পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় যে ওই সিংহটিই শিশুটিকে আক্রমণ করেছিল৷ ওই এলাকা থেকে আরও একটি পাহাড়ি সিংহকেও বন্দি করা হয়৷ কিন্তু ওই প্রাণীটি আক্রমণ করেনি বুঝতে পেরে সেটিকে ছেড়ে দেওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mother saves her son from mountain lion: সিংহের মুখে পাঁচ বছরের সন্তান, খালি হাতেই ঝাঁপিয়ে পড়লেন মা! জয় হল মাতৃশক্তির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement