Mother saves her son from mountain lion: সিংহের মুখে পাঁচ বছরের সন্তান, খালি হাতেই ঝাঁপিয়ে পড়লেন মা! জয় হল মাতৃশক্তির

Last Updated:

ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফের জারি করা একটি বিবৃতি থেকেই এই ঘটনা সামনে এসেছে (Mother saves her son from mountain lion)৷

#ক্যালিফোর্নিয়া: কথায় বলে সন্তানের জন্য হাসিমুখে জীবন বাজি রাখতে পারেন মা৷ সহ্য করতে পারেন যে কোনও কষ্ট৷ ঢাল হয়ে দাঁড়িয়ে যে কোনও বিপদ থেকে সন্তানকে রক্ষা করার চেষ্টা করেন মা৷ মাতৃশক্তির এই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতারই প্রমাণ রাখলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এক মহিলা৷ খালি হাতে লড়ে সিংহের মুখ থেকে নিজের সন্তানকে ছিনিয়ে আনলেন তিনি৷
ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফের জারি করা একটি বিবৃতি থেকেই এই ঘটনা সামনে এসেছে৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলস কাউন্টির ক্যালাবাসাসে জঙ্গল ঘেঁষা বাড়িটির সামনের অংশে খেলা করছিল মহিলার পাঁচ বছর বয়সি পুত্রসন্তান৷
আচমকাই সেখানে হানা দেয় একটি পাহাড়ি সিংহ৷ শিশুটির উপরে চড়াও হয়ে প্রায় ৪৫ গজ টেনে নিয়ে যায় প্রাণীটি৷ সন্তানের বিপদ দেখে দু' বার ভাবেননি ওই মহিলা৷ খালি হাতেই হিংস্র প্রাণীটির উপরে ঝাঁপিয়ে পড়েন তিনি৷ সর্বশক্তি দিয়ে সিংহটিকে আঘাত করতে করতে সন্তানকে তার গ্রাস থেকে ছাড়িয়ে নেন অজ্ঞাতপরিচয় ওই মহিলা৷ ভয় পেয়ে পিছু হটে প্রাণীটি৷
advertisement
advertisement
ঘটনার পরই দ্রুত শিশুটিকে নিয়ে স্থানীয় হাসপাতালে পৌঁছন ওই মহিলা এবং তাঁর স্বামী৷ শিশুটির মাথা এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত থাকলেও এখন তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷
ঘটনার কথা জানতে পেরে মহিলার বাড়িতে যান সরকারি আধিকারিকরা৷ বাড়ির কাছেই ঝোপের মধ্যে একটি পাহাড়ি সিংহকে দেখতে পান তাঁরা৷ স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রাণীটিকে গুলি করে মারা হয়৷ পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় যে ওই সিংহটিই শিশুটিকে আক্রমণ করেছিল৷ ওই এলাকা থেকে আরও একটি পাহাড়ি সিংহকেও বন্দি করা হয়৷ কিন্তু ওই প্রাণীটি আক্রমণ করেনি বুঝতে পেরে সেটিকে ছেড়ে দেওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mother saves her son from mountain lion: সিংহের মুখে পাঁচ বছরের সন্তান, খালি হাতেই ঝাঁপিয়ে পড়লেন মা! জয় হল মাতৃশক্তির
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement