চিকেন উইং-এ কামড় বসিয়েই গুলিয়ে উঠল গা, চোখে পড়ল মুরগির পালক!

Last Updated:
#বেজিং: প্রিয় স্ন্যাক্স ডিশ চিকেন উইং৷ বাইরে গেলেই এটা খাওয়া চাই-ই-চাই৷ কিন্তু খেতে গিয়েই যত বিপত্তি৷ চোখে পড়ল মুরগির পালক৷ তাও আবার বড় ব্র্যান্ডেড দোকানে৷ বিশ্বখ্যাত এই ব্র্যান্ড৷ তাদের খাবার তো চোখ বন্ধ করেই ভরসা করা যায়৷ কিন্তু সেখানেই এই অবস্থা!
২১শে এপ্রিল McDonald's থেকে ম্যাক উইং কেনেন এক পরিবার৷ বাড়ির খুদে সদস্যর যে এটাই পছন্দ! তিন টুকরো খাওয়ার পর, চতুর্থ টুকরো খেতে গিয়ে তৈরি হল আতঙ্ক৷ মা ও মেয়ে দুজনেই দেখতে পান মাংসের মধ্যে জ্বলজ্বল করছে মুরগির পালক৷ সেই দেখেই ছোট মেয়েটির বমি-বমি ভাব ও মা ঘুরতে থাকে৷ যদিও পরবর্তীকালে কোন শরীর খারাপ হয়নি তার৷ কিন্তু খাওয়ার রুচিতে বদল এসেছে৷ কিছুই খেতে চাইছে না সে৷
advertisement
advertisement
ঘটনার পরপরই মহিলা যোগাযোগ করেন McDonald's-এর সঙ্গে৷ তিনি কোনও ক্ষতিপূরণ চাননি৷ শুধু জানাতে চেয়েছিলেন খাবারের মানের কথা৷ কীভাবে এমন নামী ফুড চেন, যা সারা বিশ্বে রয়েছে, তাতে এমন ঘটনা ঘটতে পারে? এদের খাদ্য সুরক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তোলেন মহিলা৷
advertisement
পরে ম্যাক ডোনাল্ডের পক্ষে ক্ষমা চাওয়া হয় ও ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ৷ এই ঘটনাটি ঘটে বেজিং-এ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
চিকেন উইং-এ কামড় বসিয়েই গুলিয়ে উঠল গা, চোখে পড়ল মুরগির পালক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement