পোলার বেয়ারের আক্রমণে মা এবং তার ১ বছরের সন্তান নিহত

Last Updated:

আলাস্কা নেটিভ হোয়েলিং ভিলেজে পোলার বিয়ারের আক্রমণে একজন মা এবং তার ১ বছরের সন্তান প্রাণ হারায়। বিয়ারটি আরও ক্ষতি করার আগেই অন্য সম্প্রদায়ের সদস্যরা গুলি করে হত্যা করে পোলার বিয়ারটিকে। woman and 1 year old baby killed by polar bear attack

বিগত ৩০ বছরে এমন পোলার বেয়ারের এমন আক্রমণের ঘটনা এই প্রথম। ঘটনাটি ঘটেছে ওয়েলসের স্কুলের সামনের প্রবেশপথের পাশে। রাশিয়া থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকার মূল ভূখণ্ডের পশ্চিমতম প্রান্তে অবস্থিত এটি একটি বিচ্ছিন্ন বেরিং স্ট্রেইট উপকূলীয় সম্প্রদায়।
বেরিং স্ট্রেইট স্কুলের জেলা প্রধান প্রশাসক সুসান নেডজা উনলাকলিতে তার অফিস থেকে অ্যাঙ্করেজ ডেইলি নিউজকে জানিয়েছেন, মেরু ভালুকের দেখা পাওয়ার পরে স্কুলের কর্মকর্তারা লোকজনকে ভবনে নিয়ে যান।
নেডজা আরও বলেছিলেন "ভাল্লুক তাদের সঙ্গে ঢোকার চেষ্টা করেছিল," কিন্তু প্রিন্সিপাল ডন হেনড্রিকসন ভালুককে দূরে সরিয়ে দিতে "দরজা ঠেলে দিয়েছিলেন"। তার কথায় "এটা খুবই ভয়ঙ্কর ছিল। "
advertisement
advertisement
বেয়ারের ভিতরে ঢোকা আটকাতে স্কুলের শেড টেনে বিল্ডিংটি তালাবদ্ধ করে দেয় স্কুল জেলার আধিকারিকরা।
আলাস্কা স্টেট ট্রুপারস থেকে জানা গেছে , সেন্ট মাইকেলের সামার মায়োমিক এবং তার ছেলে ক্লাইড ওংটোওয়াসরুক বেয়ারের হামলায় নিহত হয়েছেন।
মায়োমিকের অভিভাবকরা বুধবার অ্যাসোসিয়েটেড প্রেস তাদের বাড়িতে পৌঁছলে তারা ইন্টারভিউ দিতে চাননি।
পোলার বেয়ার সংরক্ষণের সিনিয়র ডিরেক্টর জিওফ ইয়র্ক বলেছেন ওয়েলসের এই এলাকায় পোলার বিয়ারের অনুপ্রবেশ কিছুটা আন্দাজ করে ডিসেম্বর থেকে মে পর্যন্ত ইনুপিয়াক সম্প্রদায়ের ১৫০ জন লোক নিয়ে সেখানে টহল দেওয়ানোর ব্যবস্থা করা হয়। আলাস্কায় ১৯৯০ সালে শেষ বারের মতো পোলার বেয়ারের আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল।
advertisement
প্রথম দিকে খারাপ আবহাওয়ার জন্য তদন্ত করতে দেরি হয়। কিন্তু পরে তদন্ত করে জানা গেছে যে স্কুল এবং ক্লিনিকের মাঝের রাস্তা দিয়ে মায়োমিক এবং ওংটোওয়াসরুক সহেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তারা দুজন পোলার বেয়ারের আক্রমণের সম্মুখীন হয় এবং নিহত হয়। অনেকে ধারণা করছেন যে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে পোলার বিয়ারটির আক্রমণাত্মক হয়ে ওঠার ব্যাপারটা সম্পর্কযুক্ত ,তবে তা স্পষ্ট না।
advertisement
যেখানে যেই ঘটনাটি ঘটেছে সেই ওয়েলস নামের উত্তরপশ্চিমে মাত্র ১৬১ কিলোমিটার দূরে অবস্থিত। প্লেন কিংবা বোটের মাধ্যমে এদের সঙ্গে সংযোগ করা সম্ভব হয়। তবে শীতকালীন শিকার এবং মাছ ধরার জন্য এদেরকে ATVs এর সুবিধা দেওয়া হয়ে থাকে।
ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস অনুসারে এই ধরণের পোলার বিয়াররা হল সবচেয়ে বড় বিয়ারের প্রজাতি যাদের ওজন অনেক বেশি হয় (পুরুষ বিয়ারদের ৭৭১ কিলো এবং মহিলা বিয়ারদের ২৭২ থেকে ৫৪৪ কিলোগ্রাম ) .সাধারণত সিল খায় তবে ওয়ালরাশ এবং বেলুগা তিমিও শিকার করে থাকে। আইন অনুসারে প্রয়োজন ছাড়া এই সমস্ত বেয়ারদের ক্ষতি করা নিষিদ্ধ।
advertisement
এই পোলার বিয়াররা মানুষকেও খাদ্যের উৎস হিসাবে ভেবে থাকে। পুরুষ অর্থৎ উং বিয়াররা সবসময় ক্ষুদার্ত থাকে কিন্তু অসুস্থ বা আহত ভল্লুকরা পর্যাপ্ত খাবার পায়না । এদের দ্বারা আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওয়েলসের ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ।
শীতকালে পোলার বিয়াররা হাইবারনেট করে না তবে মহিলা বিয়াররা গর্ভবতী হলে প্রজননের জন্য বরফের গর্তে ঢুকে থাকে। এদের বাইরে থাকার কারণ হল সমুদ্রের বরফে সারা বছর এদের শিকার খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
জানা গেছে যে এই আক্রমনাত্মক বিয়ারটি চুকচি সাগরের একটি সম্প্রদায় থেকে এসেছিল এবং জলবায়ুর পরিবর্তনের কারণে এদের মধ্যে বিভিন্ন কাহাবররে প্রতি লোভ এবং আকর্ষণ বাড়িয়ে দেয়। হয়ত ওয়েলসের ঘটনাটি এর কারণেই ঘটেছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পোলার বেয়ারের আক্রমণে মা এবং তার ১ বছরের সন্তান নিহত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement