সুলেমানিকে খতম করে ইরানকে জোরাল ধাক্কা দিল আমেরিকা, কিন্তু কে এই সুলেমানি ?

Last Updated:

গুপ্তচর আর জঙ্গিদের জগতে তিনি চলমান অশরীরি । প্রাচীন অরণ্যের প্রবাদের মতোই, মেজর জেনারেল কাসেম সুলেমানি হাওয়ায় মিশে যেতেন ।

#বাগদাদ: পদে সেনাকর্তা । কিন্তু ধারেভারে মেজর জেনারেল কাসেম সুলেমানি ছিলেন কার্যত ইরানের বিদেশমন্ত্রী । ইরাক থেকে ইয়েমেন, জেরুসালেম থেকে লেবানন, পশ্চিম এশিয়ার প্রতিটি রাষ্ট্রেই সক্রিয় তাঁর নেটওয়ার্ক । সুলেমানিকে খতম করে ইরানের বিদেশনীতিকে জোরাল ধাক্কা দিল আমেরিকা ।
গুপ্তচর আর জঙ্গিদের জগতে তিনি চলমান অশরীরি । প্রাচীন অরণ্যের প্রবাদের মতোই, মেজর জেনারেল কাসেম সুলেইমানি হাওয়ায় মিশে যেতেন । এই তাঁকে দেখা গেল ইরাকের টিকরিতে । ইসলামিক স্টেটের হাত থেকে ওই ইরাকি শহরকে কীভাবে পুনর্দখল করা যায়, তার রণকৌশল সাজাতে । পরক্ষণেই সিরিয়ার প্রেসিডেন্ট বশর অল আসাদের রাজপ্রাসাদে গোপন বৈঠক করছেন সুলেমানি । সরকারি বাসভবন তেহরানে । কিন্তু লেবানন থেকে ইয়েমেন,গাজা স্ট্রিপ থেকে বাগদাদ, সর্বত্র ছড়িয়ে সুলেমানির নেটওয়ার্ক ।
advertisement
কে এই সুলেমানি
advertisement
--ইরানের কুদস বাহিনীর দায়িত্বে কাসেম সুলেমানি
--কাসেম সুলেইমানি ইরানের অঘোষিত বিদেশমন্ত্রী
--ইরাক,সিরিয়া,জেরুসালেম,ইয়েমেনে সুলেমানির নেটওয়ার্ক
--সুলেমানির নেটওয়ার্কে গুপ্তচর,জঙ্গি,সরকারি কর্তারা
--তাঁর মাধ্যমেই ইরানের প্রভাব বাড়ছিল পশ্চিম এশিয়ায়
অনেকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের গলার কাঁটা মেজর জেনারেল কাসেম সুলেইমানি । সিরিয়ার গৃহযুদ্ধে বশর অল আসাদের মুখ্য উপদেষ্টা সুলেইমানি । সুলেমানির ভাড়াটে যোদ্ধাদের মদতেই বিদ্রোহীদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে আসাদের বাহিনী । ইয়েমেনের গৃহযুদ্ধেও সক্রিয় সুলেইমানি । তাঁর পরিকল্পনাতেই ঘুরে দাঁড়িয়েছে হুথি বিদ্রোহীরা । ইরাকেও সুলেইমানির নেটওয়ার্ক শক্তি বাড়াচ্ছে । বাগদাদে সম্প্রতি মার্কিন দূতাবাসকে ঘিরে যে বিক্ষোভ হয়েছে, তার নেপথ্য নায়ক সুলেইমানি ।
advertisement
ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানির থেকে প্রভাবশালী ছিলেন কাসেম সুলেইমানি । দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইকে সরাসরি রিপোর্ট দিতেন সুলেইমানি। পরমাণু কর্মসূচিকে ঘিরে বহুদিন ধরেই তিক্ত আমেরিকা এবং ইরানের সম্পর্ক । কিন্তু তারপরও পশ্চিম এশিয়ায় তেহরানের প্রভাব যেভাবে বাড়ছে তাতে শঙ্কিত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন । কাসেম সুলেমানিকে খতম করে আসলে ইরানের নেতৃত্বকেই কড়া বার্তা দিল আমেরিকা । প্রত্যাঘাতের হুমকি দিয়েছে ইরানও । দুই রাষ্ট্রের দ্বন্দ্বে পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতার মেঘ ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সুলেমানিকে খতম করে ইরানকে জোরাল ধাক্কা দিল আমেরিকা, কিন্তু কে এই সুলেমানি ?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement