বিশ্বে করোনা সংক্রমণে নতুন রেকর্ড, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,৩০,০০০ জন: WHO

Last Updated:

গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬,০০০ বেশি জন

#ওয়াশিংটন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। হু (WHO) এর রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৩০ হাজারের বেশি জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার ছাড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬,০০০ বেশি জন।
ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ ৩৫ হাজার ৯৪২। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ৫৭১। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ লক্ষ ৮২ হাজার ৩৫ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৮ লক্ষ ৭২ হাজার ৪৩৪, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৮ হাজার ২৯৬।
advertisement
advertisement
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ২ হাজার ৬৬৫। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ১৭৬ জনের। গত ৪-৫ দিন ধরে প্রতিদিন ৬০ হাজারের উপরে বেশি মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন।
advertisement
আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৬৪ হাজার ৬৮১ জন, মৃত্যু হয়েছে ৭২ হাজার ১০০ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ৮ লক্ষ ৪৯ হাজার ৫৩৩ আর মৃতের সংখ্যা ২২ হাজার ৬৭৪ জন। আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ২৬ হাজার ৩৬ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১১ হাজার ৩১৮ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে পেরু। সেখানে মোট ৩ লক্ষ ২৬ হাজার ৩২৬ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৭০ জনের।
advertisement
আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে চিলি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৪১ জন, মৃতের সংখ্যা ৬,৯৭৯। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৭৫০ জন, মৃতের সংখ্যা ৩৫,০০৬। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৯০৪ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯১ হাজার ১৫৪।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বে করোনা সংক্রমণে নতুন রেকর্ড, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,৩০,০০০ জন: WHO
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement