হেরে তো গেলেন, এবার কি হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তিনি হারতে পছন্দ করেন না৷ তাই জো বাইডেনের কাছে হারও ট্রাম্প মেনে নিতে পারছেন না৷ জানিয়েছেন প্রাক্তন হোয়াইট হাউজ চিফ অব স্টাফ মিক মৌলভানে৷
#ওয়াশিংটন: জো বাইডেনের কাছে হারের খবরটি তিনি পান গল্ফ খেলতে খেলতে৷ ট্রাম্প গল্ফ খেলতে খুব ভালবাসেন৷ এবং এখন তিনি আরও বেশি করে খেলায় সময় দিতে পারবেন৷ বলছেন নিন্দুকরা৷ ট্রাম্প খুবই পছন্দ করেন চর্চায় থাকতে৷ তাই অন্যান্য বিদায়ী প্রেসিডেন্ট যেভাবে প্রচারের আড়ালে চলে গিয়েছেন, ট্রাম্পের জন্য সেটা অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ তাহলে এখন কি করবেন ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হেরেছেন ঠিকই কিন্তু আবার তিনি লড়াইয়ে ফিরতে পারেন পরের বারে৷ তার জন্য এখন থেকে শুরু করে দিতে পারেন ঘুঁটি সাজানো৷ ২০২৪ -এ আবার তিনি প্রেসিডেন্ট নির্বাচনে শামিল হতে পারেন৷ জানিয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠরা৷ মার্কিন ইতিহাসে এমন উদাহরণ হয়েছে গ্রোভার ক্লিভল্যান্ডের৷ যিনি পরপর নয় ৪ বছরের মেয়াদ শেষে একবার হেরে আবার তিনি শামিল হয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে৷ ডোনাল্ড ট্রাম্পও যে সে পথে হাঁটবেন, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন তাঁর ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়ার৷
নির্বাচনের জন্য তৈরি হওয়া ছাড়াও লাইমলাইটে থাকতে ট্রাম্প নিজের টিভি চ্যানেল করতে পারেন৷ এই বিষয়ে তিনি আগে একবার ইঙ্গিত দিয়েছেন৷ ২০০০-এ নিজে একটি টেলিভশন শো হোস্ট করার সুবাদে তাঁর সেই অভিজ্ঞতাও রয়েছে৷ প্রেসিডেন্ট থাকাকালীন তিনি একসময় বলেন যে, পুরনো দিনগুলি তিনি খুব মিস করছেন৷ ফলে অতীতে যা যা কাজ করতেন ট্রাম্প, সেগুলি পুনঃরায় শুরু করতে পারেন৷
advertisement
তবে তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে৷ এক পর্নস্টারকে গোপনে টাকা দেওয়া থেকে, অসঙ্গতিপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যবসায় গরমিল৷ এমনই সব মারাত্মক অভিযোগে অভিযুক্ত ট্রাম্প৷ প্রেসিডেন্ট থাকার সময় এগুলি তিনি অনায়াসে এড়িয়ে গেলেও, এবার তাঁর বিরুদ্ধে আদালতে শুরু হতে পারে মামলা৷
advertisement
এছাড়াও হোয়াইট হাউজে থাকার সময় তিনি জানিয়েছিলেন যে, স্ত্রীকে নিয়ে লম্বা সফরে যেতে চান৷ এখন ট্রাম্পের হাতে অনেক সময়৷ আপাতত ময়দান থেকে সরে ট্রাম্পের সামনে খোলা থাকছে এই সব রাস্তা, কি করবেন তিনি, তা সময়ই জানাবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2020 7:53 AM IST