World Pulses Day 2021: বিশ্ব আজ মন দিয়েছে ডাল খাওয়ায়, কেন জানেন কি?

Last Updated:

আয়ুর্বেদশাস্ত্রেও যে শস্যের জয়জয়কার, সেই নানা ডালের হরেক পুষ্টিগুণই তো সুরক্ষিত করতে পারে মানুষের সভ্যতাকে!

#নয়াদিল্লি: ২০১৮ সালে সিদ্ধান্ত নিয়েছিল ইউনাইটেড নেশনস যে বছরে একটি দিন অন্তত ডালের জন্য বরাদ্দ করে রাখা উচিৎ! সেই শুরু, তার পর থেকে প্রতি বছর ১০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্ষেত্রে উদযাপিত হয়ে আসছে World Pulses Day বা বিশ্ব ডাল দিবস।
ভারতের মতো দেশের অধিবাসীদের কাছে ব্যাপারটা একটু হলেও হাস্যকর মনে হতে পারে। এই দেশের নানা রাজ্যেই নানা ভাবে ডাল খাওয়ার রেওয়াজ রয়েছে। বাঙালিদের তো ভাতের পাতে ডাল না হলে চলে না! সুতরাং, এই দেশের মানুষকে ডালের পুষ্টিগুণ সম্পর্কে নতুন করে কিছু জানানোর নেই রাষ্ট্রসংঘের। তবে বিশ্বকে জানান দেওয়ার প্রয়োজন রয়েছে বই কী! কেন না, ইয়োরোপে ডাল সেভাবে উৎপন্ন হয় না, ফলে খাওয়ার রেওয়াজও কম। ওখানে ডালকে গণ্য করা হয় স্যুপ হিসেবে!
advertisement
ফলে, এই দিনটিতে আন্তর্জাতিক ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে ডাল খাওয়ার রেওয়াজ রয়েছে। যা তাদের একঘেয়ে রান্নায় বৈচিত্র্য নিয়ে আসে। অনেকে আবার এই দিনে উপহার হিসেবেও ডাল আদান-প্রদান করে থাকেন। তবে, শুধুই ডালের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা প্রচার নয়, এই দিনটি উদযাপনের নেপথ্যে আরেকটা লক্ষ্যও রয়েছে ইউনাইটেড নেশনস-এর। সেটা হল সারা বিশ্বের মানুষের অভুক্ত থাকার সমস্যা দূর করা! সেই দিক থেকেও দিনটি এবং ডালের আদান-প্রদান গুরুত্ব সহযোগে বিবেচনা করা হয়ে থাকে।
advertisement
advertisement
প্রতি বছর এই দিনটি একেক রকমের থিম অনুযায়ী উদযাপন করে থাকে রাষ্ট্রসংঘ। এই বছরের থিম খুব স্বাভাবিক ভাবেই জোর দিয়েছে করোনাকালীন পরিস্থিতিতে। যতই স্বাস্থ্যবিধি মেনে চলা হোক না কেন, যতই মারণ ভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়ে যাক না কেন, আদতে এই রোগের সঙ্গে যুঝতে গেলে কাজে আসে আমাদের শরীরের অভ্যন্তরীণ রোগপ্রতিরোধ ক্ষমতা। আর সেই রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতেই সাহায্য করে থাকে নানা রকমের ডাল। সেই দিক থেকে এই বছরের থিম ঠিক করা হয়েছে Nutritious Seeds for a Sustainable Future নামে!
advertisement
আয়ুর্বেদশাস্ত্রেও যে শস্যের জয়জয়কার, সেই নানা ডালের হরেক পুষ্টিগুণই তো সুরক্ষিত করতে পারে মানুষের সভ্যতাকে! তবে অনেকেই ডাল তেমন ভালোবাসেন না, এড়িয়ে যান খাবারটাকে! কিন্তু সব তথ্য মাথায় রেখে এবার থেকে নিয়মিত ডাল খাওয়ার রেওয়াজ চালু করলে হয় না?
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
World Pulses Day 2021: বিশ্ব আজ মন দিয়েছে ডাল খাওয়ায়, কেন জানেন কি?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement