গাঁজা পাওয়া যাবে এবার কন্ডোমে! জেনে নিন কীভাবে...
Last Updated:
#আমেরিকা: অনেক কিছুই তো হল, বাকি থাকল না কন্ডোম নিয়ে গবেযণাও। বিদেশের বাজারে এখন এল এক নতুন কন্ডোম। কখনও শুনেছেন গাঁজা ফ্লেভার কন্ডোম? যদি না, শুনে থাকেন, তাহলে অবশ্যই জেনে রাখুন এবার গাঁজা ফ্লেভার কন্ডোমও বাজারে আসছে। ধোঁয়া, নেশা, আর প্রেম মিলেমিশে একাকার হয়ে যাওয়ার পালা! গাঁজা এবার 'কামধর্ম'-তেও। গাঁজার ঘোরে নেশাতুর মন গাঁজার গন্ধে ম ম তো করবেই সঙ্গে যৌনতাকেও প্রশয় দেবে। চকলেট, স্ট্রবেরি, ব্যানানা (কলা), আঙুর-এই সব ফ্লেভার তো ছিলই এবার কন্ডোমে গাঁজা ফ্লেভার।
প্রেমের নেশা তো আছেই, তাতে যুক্ত হবে এবার গাঁজার নেশাও। গাঁজাপ্রেম, নেশাপ্রেম, শরীরপ্রেম সঙ্গে অবশ্যই সচেতনতা! 'ক্যানাডোমস' (CANNADOMS) নামের কোম্পানি প্রথম তৈরি করেছে এই কন্ডোম। চাহিদা থাকলেও দাম কিন্তু বেশ চড়া। ৫০টি কন্ডোমের মূল্য ৫৪ ডলার। তবে এখনও ভারতের বাজারে এই কন্ডোম এসে পৌঁছায়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2019 2:37 PM IST