যুদ্ধ নয়, আলোচনায় বসার ডাক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

Last Updated:

ইমরানের কথায়, 'আমরা আলোচনার জন্য ভারতকে আহ্বান জানাচ্ছি৷ আমরা যে কোনও রকম আলোচনার জন্য প্রস্তুত৷ শুভবুদ্ধির উদয় হোক৷ আমরা এ বার কী করব, তা আমাদের হাতে৷

#ইসলামাবাদ: পুলওয়ামা হামলা ও তারপর ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জেরে যখন ভারত-পাক যুদ্ধের আঁচ তৈরি হয়েছে, তখন আলোচনার ডাকই দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ইসলামাবাদে সাংবাদিক বৈঠকে ইমরানের বক্তব্য, পাকিস্তানের মাটিকে সন্ত্রাসবাদীদের ব্যবহারকে কখনওই সমর্থন করে না ইসলামাবাদ৷
ইমরানের কথায়, 'আমরা আলোচনার জন্য ভারতকে আহ্বান জানাচ্ছি৷ আমরা যে কোনও রকম আলোচনার জন্য প্রস্তুত৷ শুভবুদ্ধির উদয় হোক৷ আমরা এ বার কী করব, তা আমাদের হাতে৷ সব যুদ্ধই শুরু হয় ভুল অঙ্ক থেকে৷ আমরা কী পদক্ষেপ করছি, তা ভারতকে জানিয়েছিলাম৷ আমরা বলেওছিলাম, আমরা ব্যবস্থা নেব৷ পাইলটরা আমাদের সঙ্গে আছেন৷ এ বার বলুন, আমরা কি দুটি দেশ ভুল অঙ্ক নিতে পারব? ভারতের কাছে যে অস্ত্র রয়েছে, আমাদের কাছেও তা রয়েছে৷'
advertisement
ইতিমধ্যেই পাকিস্তানের যুদ্ধবিমান F-16 গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা৷ বুধবার সকালে ভারতের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়ে পাকিস্তানের ওই যুদ্ধবিমানটি৷ পাক যুদ্ধবিমানের পাইলটকে অসহায় অবস্থায় ওই বিমান থেকে প্যারাশ্যুটে পাক অধিকৃত কাশ্মীরে নামতে দেখা গিয়েছে৷ অন্যদিকে পাকিস্তান সেনার দাবি, তারা ভারতের ২টি যুদ্ধবিমানকে নামিয়ে দিয়েছে৷ ২ পাইলটকে গ্রেফতারও করেছে৷
advertisement
পাকিস্তানের ওই যুদ্ধবিমান ভারতে ঢুকতেই গুলি চালাতে শুরু করে সেনা৷ ভারতের বাধায় পালানোর চেষ্টা করে বিমানটি৷ পালানোর সময় রাজৌরি সেক্টরে বোমাবর্ষণ শুরু করে ওই বিমান৷ ভারতীয় বায়ুসেনা সূত্রের খবর, নওসেরা সেক্টর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে বিমানটি৷
advertisement
আরও ভিডিও: দিল্লি বিমানবন্দরে ভারতীয় সেনা, 'বন্দে মতরম' ধ্বনিতে স্বাগত জানালেন যাত্রীরা
বাংলা খবর/ খবর/বিদেশ/
যুদ্ধ নয়, আলোচনায় বসার ডাক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement