হোম /খবর /বিদেশ /
জীবন বাজি রেখে জলন্ত বাড়ি থেকে দুই পোষ্যকে উদ্ধার করলেন পুলিশকর্মী

জীবন বাজি রেখে জলন্ত বাড়ি থেকে দুই পোষ্যকে উদ্ধার করলেন পুলিশকর্মী, কুর্নিশ নেটিজেনদের

জীবন বাজি রেখে জলন্ত বাড়ি থেকে দুই পোষ্যকে উদ্ধার করলেন পুলিশকর্মী, ভিডিও ভাইরাল

  • Last Updated :
  • Share this:

#ফ্লোরিডা: দাউ-দাউ করে জ্বলছে গোটা বাড়ি। বাড়ির সদস্যরা কোনও রকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে এসেছেন। কিন্তু আগুনের ভয়ে বাড়ির ভিতরেই থেকে গিয়েছে দুই পোষ্য। তাদের সময় মতো বের করে আনা সম্ভব হয়নি। এমন সময়ে জীবন বিপন্ন করে ফ্লোরিডার ওই জ্বলন্ত বাড়ি থেকে দুই পোষ্যকে উদ্ধার করলেন এক পুলিশকর্মী। পুলিশকর্মীর বডি ক্যামেরাতেই ধরা পড়েছে পোষ্য উদ্ধারের পুরো ঘটনা যা ইতিমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে।

https://twitter.com/ABC/status/1349254591406350336

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাড়িতে ছড়িয়ে পড়েছে আগুন। এমন সময়ে ওই জ্বলন্ত বাড়ির দিকে এগিয়ে চলেছেন পুলিশকর্মী। প্রথমে একটি কুকুরকে তুলে নেন তিনি। কিছুটা দূরে এগিয়ে আরও একটি কুকুরকে উদ্ধার করেন। এর পর দু'জনকে নিয়ে বাড়ির অন্যপ্রান্ত দিয়ে বাইরে রাস্তায় বেরিয়ে আসেন।

একটি ফেসবুক (Facebook) পোস্টের মাধ্যমে পুরো ঘটনাটির বিবরণ দিয়েছে ফ্লোরিডার পাস্কো কান্ট্রি শেরিফের অফিস (Pasco County Sheriff’s Office)। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) সেখানকার মুন লেক (Moon Lake) এলাকার একটি বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থানে পৌঁছনোর পর দেখা যায়, বাড়ির সদস্যরা সবাই বাইরে বেরিয়ে এসেছেন। তাঁরা নিরাপদে রয়েছেন। কারও তেমন কোনও চোট লাগেনি। এর পর বাকি বিষয়গুলি খতিয়ে দেখতে গিয়েই হঠাৎ বাড়ির ভিতরে দু'টি কুকুরকে দেখতে পান পাস্কো কান্ট্রি সেরিফের ওই ডেপুটি অফিসার। মুহূর্তের জন্যও কোনও রকম ইতস্তত বোধ করেননি তিনি। সোজা ঢুকে যান বাড়ির মধ্যে। আগুনের মধ্যে থেকেই পোষ্য দু'টিকে তুলে আনেন, সুরক্ষিত অবস্থাতে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় তাদের।

পুলিশকর্মীর এই উদ্ধারকাজে রীতিমতো উচ্ছ্বসিত নেটিজেনরা। ফেসবুক পোস্টের নিচে একজন লেখেন, ভিডিওটি দেখাই ভাগ্যের বিষয়। মার্কিন পুলিশকর্মীর এই পরিষেবার ভূয়সী প্রশংসা করেছেন সকলে। নেটিজেনদের একাংশের কথায়, যাঁরা দিন-রাত নিজেদের জীবন বিপন্ন করে একের পর এক মানুষ এমনকি পোষ্যের জীবন বাঁচিয়ে চলেছেন, ভগবান যেন তাঁদের সব সময়ে সুরক্ষিত রাখেন। আমাদের সমাজে এই ধরনের মানুষ আরও প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন অনেক ইউজার!

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Viral Video