#SayNoToWar যুদ্ধ না চেয়ে ভারত-পাক দু’দেশেই ট্যুইটারে ঝড়
Last Updated:
#নয়াদিলি: সীমান্তে উত্তেজনা ৷ পুলয়ামার পাল্টা পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার হানার পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ এরপরই সীমানায় গোলাগুলি শুরু হয়েছে ৷ পাকিস্তান হামলা চালাতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে ৷ ভারতের বেশকিছু জায়গায় রেড-অ্যালার্টও জারি হয়েছে ৷ বেশকিছু অসামরিক বিমানবন্দরের দখল নিয়েছে বায়ুসেনা ৷
বুধবার সকালে ভারতের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক যুদ্ধবিমান ঢুকে পড়তেই ফের শুরু হয় টেনশন ৷ ভারতীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় এক সেনা নিখোঁজ এবং পাক দাবি অনুযায়ী তিনি তাদের হেফাজতে ৷ অন্যদিকে পাকস্তানের এক ফাইটার জেটও ভারতের কবলে ৷ আর এই পরিস্থিতিতে দু’দেশের জনতার মধ্যেই জেগে উঠেছে জাতীয়তাবোধ ৷
advertisement
advertisement
নিজ নিজ দেশের সম্মান তুলে ধরতে গিয়ে অন্যদেশের যাতে সম্মানহানি না হয় এমনই মতও উঠে আসছে ৷ কারণ পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ তবে সাধারণ মানুষ কোনভাবেই যুদ্ধ চান না ৷ সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন #Indiafightsback বা #Surgicalstrike2 ট্রেন্ড করছে, তেমনই উঠে আসছে #SayNoToWar-র মত হ্যাশট্যাগ ৷ দেখে নিন কী চাইছেন দু দেশের জনতা ৷ তবে শুধু তিনিই নন তারকাদেরও একই বক্তব্য ৷ যুদ্ধ কোন সমাধানের সূত্র হতে পারে না, বলছেন পাক তারকা মাহিরা খানও ৷
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2019 4:28 PM IST