Viral Video:সন্তানকে স্তন্যপান করানোর সময় খুলে পড়ে গেল স্তনবৃন্ত, টিকটক তারকার ভিডিও ঘিরে তোলপাড়

Last Updated:

সন্তানকে স্তন্যপান করানোর সময় খুলে বেরিয়ে এল স্তনবৃন্ত, এমনটাই দাবি করলেন টিকটক তারকা জ্যাসমিন চিসওয়েল। টিকটকে একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, তাঁর এক বছর বয়সি ছেলেকে স্তন্যপান করানোর সময় স্তনবৃন্ত খুলে আসে

সন্তানকে স্তন্যপান করানোর সময় খুলে বেরিয়ে এল স্তনবৃন্ত, এমনটাই দাবি করলেন টিকটক তারকা জ্যাসমিন চিসওয়েল। টিকটকে একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, তাঁর এক বছর বয়সি ছেলেকে স্তন্যপান করানোর সময় স্তনবৃন্ত খুলে আসে। তাঁর ১ কোটি ৬৪ লক্ষ ফলোয়ারদের তিনি এও জানান, তাঁর ছেলে স্তনবৃন্তে কামড়ানোর পর-ই এই বিপত্তি ঘটে।
টিকটকের দুনিয়ায় জ্যাসমিনের জনপ্রিয়তা তুঙ্গে। তিনি নিজেকে সাজান কিংবদন্তী হলিউড তারকা মারলিন মনরো-র বেশে। পরিবারকেন্দ্রিক নানা ভিডিও পোস্ট করেন জ্যাসমিন। এই ভিডিওতে তিনি জানান, স্তনবৃন্ত খুলে আসতে দেখে তিনি হতবাক হয়ে গিয়েছেন। ভভাআবতেও পরেননি এমনটা ঘটতে পারে। তিনি 'শক'-এ রয়েছেন।
এর আগেও এমন দাবি নিয়ে সামনে এসেছিলেন আরেক টিকটক তারকা ব্রুক। 'Things I Wish I Knew About Breastfeeding' শির্ষক ভিডিওতে তিনি বলেন, 'আমি সদ্যোজাত সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছিলাম। আচমকাই লক্ষ্য করি বৃন্তের ডগা কালো হয়ে এসেছে। স্তনবৃন্তে রক্ত সঞ্চালনা বন্ধ হয়ে গিয়েছিল।'' এখানেই শেষ নয়, ব্রুকের দাবি ছিল, তিনি দেখেন তাঁর স্তনবৃন্ত খুলে গিয়েছে এবং সেটি তাঁর সন্তানের মুখে।
advertisement
advertisement
কিন্তু সত্যিই কি এমনটা হতে পারে? আদৌ কি শিশুকে স্তন্যপান করানোর সময় মায়ের স্তনবৃন্ত খুলে আসতে পারে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্তন্যপানের সময় বা দুধ খাওয়া হয়ে গেলে শিশু স্তনবৃন্তে কামড়াতে পারে। অনেকসময় যখন তাদের দাঁত উঠছে, তখনও শিশুর স্তনবৃন্তে কামড়ানোর প্রবণতা থাকে। কামড়ানোর ফলে ক্ষত হতে পারে, স্তনবৃন্তে ব্যথাও হতে পারে, কিন্তু কখনওই তা খুলে আসা সম্ভব নয়। বিশেষজ্ঞরা এও বলছেন, নতুন মায়েদের স্তন্যপান করানোর সময় কামড় নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video:সন্তানকে স্তন্যপান করানোর সময় খুলে পড়ে গেল স্তনবৃন্ত, টিকটক তারকার ভিডিও ঘিরে তোলপাড়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement