Viral Video: রাখে হরি মারে কে! এ ভাবেও মৃত্যু এড়ানো সম্ভব? দেখুন দুর্ঘটনার অবিশ্বাস্য ভিডিও

Last Updated:
সেই দুর্ঘটনার মুহূর্ত৷
সেই দুর্ঘটনার মুহূর্ত৷
লা প্লাতা: এমন অনেক দুর্ঘটনার ছবি সামনে আসে, যা দেখলে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়৷ কারণ অধিকাংশ ক্ষেত্রেই তার পরিণতি হয় মর্মান্তিক৷ কিন্তু কথায় বলে রাখে হরি, মারে কে! ফলে অনেক মৃত্যু মুখ থেকেও অবিশ্বাস্য ভাবে বেঁচে ফেরেন অনেকে৷ ঠিক যেমনটা ঘটেছে আর্জেন্টিনার বাসিন্দা এক মহিলার সঙ্গে৷
সম্প্রতি আর্জেন্টিনার একটি ভয়াবহ পথ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে৷ ভিডিওটি আর্জেন্টিনার লা প্লাতা শহরের৷ সিসিটিভি-তে ধরা পড়া ছবিতে দেখা গিয়েছে, একটি রাস্তার সিগন্যালে ডান দিকে ঘুরতে গিয়ে দ্রুত গতিতে পরস্পরকে পাশাপাশি ধাক্কা মারে৷ সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দুটি গাড়ির চালক৷ গাড়ি দুটি যখনে নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে যাচ্ছে, তখন সেই গাড়ি দুটির সামনে চলে আসেন পথচারী এক মহিলা৷
advertisement
যখন মনে হচ্ছে গাড়ি দুটি গিয়ে মহিলার ঘাড়ের উপরে গিয়ে পড়বে, ঠিক সেই মুহূর্তে গাড়ি দুটি দু দিকে ছিটকে চলে যায়৷ একটি গাড়ি ডান দিকের রাস্তায় ঢুকে পড়ে৷
advertisement
advertisement
দ্বিতীয় গাড়িটি সিগন্যালে দাঁড়ানো একটি বাসে গিয়ে ধাক্কা মারে৷ ফলে বরাতজোরে প্রাণে বেঁচে যান ওই মহিলা৷ তাঁর শরীরে আঁচড়টুকুও লাগেনি৷
ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ি দুটি তাঁর দিকে এগিয়ে আসছে দেখে আতঙ্কে নিজের দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন ওই মহিলা৷ যদিও দুর্ঘটনার পরই অন্যান্য পথচারী এবং পুলিশ ছুটে এসে গাড়ির চালক ও আরোহীদের উদ্ধার করেন৷ তবে ভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: রাখে হরি মারে কে! এ ভাবেও মৃত্যু এড়ানো সম্ভব? দেখুন দুর্ঘটনার অবিশ্বাস্য ভিডিও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement