Viral Video: ভয়ানক! ভরা জঙ্গলে হিংস্র পাইথনের হামলা, জাপটে ধরল যুবককে, দেখুন সেই ভিডিও
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Viral Video: কয়েকজন ব্যক্তি মিলে গভীর জঙ্গলে পাইথন ধরতে গিয়েছিলেন
বিরাট আকারের পাইথন ধরতে গিয়ে বিপত্তি। শিকারীকে শিকার বানাতে গিয়েছিল পাইথন। সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও দেখে আঁতকে উঠে গিয়েছেন সকলে। রিয়েলটারজান নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন ব্যক্তি মিলে গভীর জঙ্গলে পাইথন ধরতে গিয়েছিলেন। কিন্তু পাইথনটি ধরতেই বদলে যায় পরিস্থিতি।
ভিডিওতে দেখা যায়, আচমকাই পাইথনটি আক্রমণ করে বসে একজনের উপরে। সেই ব্যক্তি নিচে বসেও পড়েন। কিন্তু কোনওক্রমে নিজেকে সামলে নেন। তার পরেই পাইথনটির মুখ চেপে ধরতে সক্ষম হন তিনি। ভিডিওতে দেখা দিয়েছে, পাইথনটি বিরাট বড় আকৃতির ছিল। জানা গিয়েছে, ওই ব্যক্তিরা পাইথনটি সেখান থেকে উদ্ধার করে, কোনও সুরক্ষিত জায়গায় স্থানান্তর করতে চেয়েছিলেন।
advertisement
advertisement
সেই মতো তাঁরা দল বেঁধে পাইথনটিকে ধরতে গিয়েছিলেন। কিন্তু সেখানে যেতেই পাইথনটি হামলা চালিয়ে দেয়। কোনওরকমে ওই ব্যক্তি নিজেকে সামলে নেন।
advertisement
তবে বিশেষজ্ঞদের মতে, ওই ব্যক্তির বড় কোনও ক্ষতি হতে পারত। কারণ পাইথনটি আকার অনেকটাই বড় ছিল। তবে ওই ব্যক্তি পারদর্শী হওয়াতে বড়সড় দুর্ঘটনা এড়িয়ে যান।
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত ৯ লাখ বার ভিডিওটি দেখা হয়েছে। নেটিজেনদের অনেকেই ওই ব্যক্তিপ উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। আবার অনেকে ওই ব্যক্তি সতর্কও থাকতে বলেছেন। তবে ভিডিওটি আদতে কোন এলাকার তা এখনও স্পষ্ট নয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 11:37 AM IST