Viral Video: মদ খেয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছেন ফিনল্যান্ডের প্রধান মন্ত্রী! চলছে উত্তাল নাচ! মুহূর্তে ভাইরাল সানা মারিন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: বয়স মাত্র ৩৬! সবচেয়ে কম বয়সী প্রধান মন্ত্রী সানা মারিন! একটু পার্টি না করলে চলে? তাই বলে একী নাচ? মাটিতে লুটোপুটি! কপালে জুটল ড্রাগ টেস্ট! ভিডিও ভাইরাল
#ফিনল্যান্ড: ফিনল্যান্ডের প্রধান মন্ত্রী সানা ম্যারিন। বয়স ৩৬ বছর। এই বয়সেই তিনি দক্ষ হাতে সামলান তাঁর দেশ ও রাজনীতি। তবে সম্প্রতি সানা পড়েছেন ভারি বিপদে! যার নেপথ্যে রয়েছে একটি ভিডিও। তাঁর একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মাধ্যমে। আর যত গোল সেই ভিডিও নিয়েই। কী আছে সেই ভিডিওতে। জানলে আপনিও অবাক হবেন বইকি! উঠবে অনেক প্রশ্ন। কারণ দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আর পাঁচ জন সাধারণ মানুষের মতো জীবন কাটাতে পারেন না। তাঁরা যেমন জেড ক্লাস সুবিধে পান, তেমন থাকে অনেক নিয়ম।
কী দেখা গিয়েছে সেই ভিডিওতে? সেখানে দেখা যাচ্ছে সানা মারিন তাঁর বন্ধুদের সঙ্গে পার্টি করছেন। বন্ধুদের মধ্যে রয়েছেন ফিনল্যান্ডের বেশ কয়েক জন নামজাদা তারকাও। তাঁদের সঙ্গে গান গাইছেন এবং নাচছেন সানা। মাটিতে বসেও পড়ছেন! সমস্যা সেই নাচ বা গান নিয়ে নয়। তাঁর কাণ্ডকারখানা দেখে বিরোধীরা দাবি তুলেছেন, সানা মাদকাসক্ত এবং তাঁর মাদক পরীক্ষা করাতে হবে।
advertisement
advertisement
advertisement
যদিও সানা নিজে মাদকের কথা অস্বীকার করেছেন। বলেছেন, তিনি ওই সময়ে শুধুমাত্র মদ্যপান করেছিলেন। কিন্তু তাতেও বিতর্ক বিন্দুমাত্র কমেনি। ৩৬ বছরের সানা এক সময়ে ছিলেন পৃথিবীর সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী। নিজের ব্যক্তিগত জীবন, পার্টি-জীবন এবং মিউজিক কনসার্টের প্রতি ভালোবাসার কথা তিনি কখনও গোপন করেননি। এই সূত্রেই এর আগে তাঁর বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল, তিনি বড্ড বেশি মাত্রায় মিউজিক কনসার্টে যান। তাঁর উচিত কাজে বেশি মন দেওয়া। যদিও সে কথায় বেশি পাত্তা দেননি ফিনল্যান্ডের এই নেত্রী। তবে এবারের ভিডিও থেকে নিস্তার মেলেনি তাঁর। ড্রাগ টেস্ট করানোর দাবি ওঠে। ড্রাগ নেওয়ার কথা অস্বীকার করলেও, অবশেষে তাঁকে ড্রাগ টেস্ট করাতে হয়। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2022 9:07 PM IST