Vietnam Boat Collapse: আচমকা আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টি, ডুবে গেল পর্যটক বোঝাই নৌকা! ভিয়েতনামে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩৪
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধারকারীরা মোট ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন৷
ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে৷ নিখোঁজ আরও বেশ কয়েক জন৷ শনিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে ভিয়েতনামের হা লং খাঁড়িতে৷ মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে৷
জানা গিয়েছে, পর্যটকদের ওই দলটি নৌকায় করে ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে যাচ্ছিল৷ তখনই প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়৷ প্রচণ্ড এই দুর্যোগের মধ্যে পড়েই নৌকাটি উল্টে যায়৷
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই নৌকাটিতে ৪৮ জন যাত্রী এবং ৫ জন কর্মী ছিলেন৷ স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নৌকার মৃত এবং নিখোঁজ যাত্রীদের অধিকাংশই ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বাসিন্দা৷
advertisement
advertisement
স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন, উদ্ধারকারীরা মোট ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন৷ এ ছাড়াও মোট ৩৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এখনও অন্তত ৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে৷
ঘটনার প্রত্যক্ষদর্শী এক অফিস যাত্রী সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বেলা দুটো নাগাদ আচমকাই আকাশ কালো করে প্রচণ্ড শিলাবৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়৷ সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া৷ যার জেরে নৌকাটি উল্টে যায়৷
advertisement
ঘটনায় শোকপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিনহ চিনহ৷ উদ্ধারকাজে গতি আনারও নির্দেশ দিয়েছেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 10:07 PM IST