Ukraine | Russia: আন্তর্জাতিক সম্মেলনে ধুন্ধুমার কাণ্ড! রাশিয়ার প্রতিনিধিকে সপাটে চড় ইউক্রেনীয় ব্যক্তির, ভাইরাল ভিডিও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই পরিস্থিতিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় ৬১ তম পার্লামেন্টারি অ্যাসেম্বলি অফ ব্ল্যাক সি ইকোনমিককমিউনিটির একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হয়েছিল৷ এই সম্মেলনে আমন্ত্রিত ছিলেন রাশিয়া ইউক্রেন সহ একাধিক দেশের প্রতিনিধিরা৷
তুরস্ক: আন্তর্জাতিক সম্মেলনে ধুন্ধুমার কাণ্ড৷ রাশিয়ার প্রতিনিধিকে একের পর এক চড়, থাপ্পড় কষালেন ইউক্রেনের প্রতিনিধি৷ তুরস্কের সম্মেলনের সেই ভিডিও হুহু করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
গত বছরের ফেব্রুয়ারি থেকেই ইউক্রেনের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে পুতিনের রাশিয়া৷ কিভ-কে নাস্তানাবুদ করতে গত ১৪ মাসেরও বেশি সময় ধরে একের পর এক স্ট্র্যাটেজি ছকছে ক্রেমলিন৷ এ দিকে এই যুদ্ধে ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা, ব্রিটেনের মতো পশ্চিমি দেশের রাষ্ট্রনেতারা৷
🥊 In Ankara 🇹🇷, during the events of the Parliamentary Assembly of the Black Sea Economic Community, the representative of Russia 🇷🇺 tore the flag of Ukraine 🇺🇦 from the hands of a 🇺🇦 Member of Parliament.
The 🇺🇦 MP then punched the Russian in the face. pic.twitter.com/zUM8oK4IyN
— Jason Jay Smart (@officejjsmart) May 4, 2023
advertisement
advertisement
এই পরিস্থিতিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় ৬১ তম পার্লামেন্টারি অ্যাসেম্বলি অফ ব্ল্যাক সি ইকোনমিককমিউনিটির একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হয়েছিল৷ এই সম্মেলনে আমন্ত্রিত ছিলেন রাশিয়া ইউক্রেন সহ একাধিক দেশের প্রতিনিধিরা৷
অভিযোগ, বৃহস্পতিবার সম্মেলন চলাকালীন ইউক্রেনের প্রতিনিধি ওলেকজান্দ্রা মারিকভস্কি যখন নিজের দেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন, তখন রাশিয়ার এক জনৈক প্রতিনিধি এসে তাঁর হাত থেকে সেই পতাকা কেড়ে নেন৷ শুধু তা-ই নয়, ওই রুশ প্রতিনিধি টেনে হিঁচড়ে ছিঁড়ে দেন ইউক্রেনের পতাকা৷
advertisement
আরও পড়ুন:যৌন ক্ষমতা বাড়ানোর অব্যর্থ ‘টোটকা’! এই প্রাণীর তেল দেদার বিকোচ্ছে পাকিস্তানে
এরপরেই রাশিয়ার ওই প্রতিনিধির উপরে চড়াও হন ইউক্রেনের প্রতিনিধি৷ ছিনিয়ে নেন নিজের দেশের পতাকা৷ হাতাহাতিও চলে৷
সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার ভিডিও শেয়ার করেছেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 05, 2023 11:10 AM IST