হোম /খবর /বিদেশ /
সমু্দ্র সৈকতে পর্যটকদের ভিড়, আচমকা আকাশ থেকে পড়ল প্লেন!

সমু্দ্র সৈকতে পর্যটকদের ভিড়, আচমকা আকাশ থেকে পড়ল প্লেন! দেখুন সেই ভয়ঙ্কর দৃশ্য

ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে গিয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনার ভিডিও ভাইরাল হতে থাকে ৷ সম্প্রতি ফ্লোরিডার একটি ভিডিও সামনে এসেছে যাতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের (World War II)একটি প্লেন সমুদ্রে ল্যান্ড করতে দেখা গিয়েছে ৷ যে সময় বিমানটি সমুদ্রে ল্যান্ড করে সেই সময় অনেকেই সমুদ্রে স্নান করছিলেন ৷ আচমকা একটি সিঙ্গল ইঞ্জিন প্লেন সমুদ্রে এসে ল্যান্ড করে ৷

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে এয়ারশো চলছিল ৷ Cocoa Beach Air Show এর সময় ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে গিয়েছে ৷ আকাশে আচমকা প্লেনের ভারসাম্য বিগড়ে যায় ৷ এর জেরেই সেটি সমুদ্রে ল্যান্ড করাতে হয় পাইলট ৷ প্রথমে প্লেনটি আসতে দেখে সকলে ভেবেছিল সেটি আকাশে উড়ে যাবে কিন্তু আস্তে আস্তে সেটি সমুদ্রে পড়ে যায় ৷

ঘটনার পর শীঘ্রই প্লেন থেকে বেরিয়ে আসেন পাইলট ৷ সেই সময় জলে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন ৷ ঘটনায় কেউ আহত হয়েনি বলেই জানা গিয়েছে ৷ প্লেনটি আসতে দেখেই সকলে সেখান থেকে পালাতে শুরু করে ৷ উপস্থিত মানুষ ঘটনার ভিডিও করে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ৷ ঘটনার পরও এয়ার শো জারি রাখা হয়েছিল ৷

প্লেনটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ের ৷ এরকম একাধিক পুরনো প্লেন এয়ারশোতে যুক্ত করা হয়েছিল ৷ এর আগে ২০১৯ সালে এরকম একটি প্লেন দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Viral Video