প্রসবের চুড়ান্ত মুহূর্তে বেইরুটের ভয়ানক বিস্ফোরণ! ভাঙা কাঁচ, আর্ত চিৎকারের মধ্যেই জন্ম শিশুর, দেখুন সেই রোমহর্ষক ভিডিও

Last Updated:

ভাঙা কাঁচ, লাখো মানুষের আর্ত চিৎকার, মৃত্যুর মধ্যেই জন্ম নেয় এক নতুন প্রাণ ৷ সমস্ত ঘটনাই ধরা পড়েছে এডমন্ডের তোলা ভিডিওতে ৷

#বেইরুট: ৯ মাসের অপেক্ষা শেষে অবশেষে সেই মুহূর্ত ৷ কিছুক্ষণের মধ্যেই জন্ম নেবে তাদের ফুটফুটে সন্তান ৷ ৪ অগাস্টের সেই বিকেলে এমান্যুয়েলকে লেবার রুমের ভিতরে নিয়ে যাওয়ার আগে শেষ বারের মতো হাতটা ধরে সাহস যুগিয়ে নিজেকেও একইসঙ্গে সামলে নিচ্ছিলেন এডমন্ড ৷ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সেই অমূল্য মুহূর্তটিকে ধরে রাখতে হাতের ক্যামেরাটা অন করে ধীর পায়ে এগোচ্ছিলেন স্ত্রীয়ের ট্রলির পিছনে ৷ তখনও জানতেন না কী অপেক্ষা করছে তাদের জন্য ৷ শুধু সন্তান জন্ম নয়, কোন রোমহর্ষক মুহূর্ত ধরা পড়তে চলেছে তাঁর ক্যামেরায় ৷
প্রসবের চুড়ান্ত মুহূর্ত উপস্থিত ৷ পৃথিবীর প্রথম আলো দেখতে চলেছে তাদের সন্তান ৷ এমন সময়ে কান ফাটানো আওয়াজ ৷ মঙ্গলবার বিকেলে বেইরুটের সেই বিস্ফোরণ ৷ একবার নয়, পর পর দু’বার ৷ আওয়াজের তীব্রতায় কেঁপে উঠলেন সকলে, ক্যামেরা হাতে কেঁপে ওঠেন এডমন্ডও ৷ মারাত্মক আওয়াজে ভেঙে পড়ল মানুষ সমান উঁচু লেবার রুমের কাঁচের জানলাগুলো ৷ সঙ্গে বন্ধ হয়ে গেল সমস্ত আলো ৷ কী হয়েছে বোঝার বোধবুদ্ধিও সেই তীব্রতায় লোপ পেয়েছে ৷ কিন্তু এমন বিপদের মুহূর্তেও নিজেদের দায়িত্বজ্ঞান হারাননি চিকিৎসক ও নার্সেরা ৷ অন্য সব কিছুর চিন্তা ছেড়ে প্রায় অন্ধকার লেবার রুমে সফল ও সুস্থভাবে এমান্যুয়েলকে প্রসব করান তারা ৷ ভাঙা কাঁচ, লাখো মানুষের আর্ত চিৎকার, মৃত্যুর মধ্যেই জন্ম নেয় এক নতুন প্রাণ ৷ সমস্ত ঘটনাই ধরা পড়েছে এডমন্ডের তোলা ভিডিওতে ৷
advertisement
সংবাদ সংস্থা রয়টার্সকে এডমন্ড বলে, ‘আমার ছেলে জর্জ জন্মালই একটা মারাত্মক বিস্ফোরণের মধ্যে..আমি এখনও বিশ্বাসই করতে পারছি না আমরা বেঁচে রয়েছে ৷’ একইসঙ্গে হাসপাতালের ডাক্তার ও নার্সরা ওরকম সাংঘাতিক পরিস্থিতির মধ্যেও নিজেদের মানসিকভাবে শান্ত রেখে যেভাবে কাজ চালিয়ে গিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছেন এডমন্ড ৷ তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সদ্যজাত জর্জের তরফে একটি নোট পোস্ট করেছে ওই দম্পতি ৷ তাতে লেখা, ‘আমাকে এতটা যত্নে এত বড় বিপদ থেকে রক্ষা করে এই দুনিয়ায় আনার জন্য ধন্যবাদ ৷ আশা করি কোনও একদিন আমিও তোমাদের জন্য এমনই কিছু করব ৷’
advertisement
advertisement
advertisement
লেবাননের রাজধানীতে মঙ্গলবার যে বিস্ফোরণ ঘটেছে, তা এককথায় ভয়াবহ ৷ ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে স্বপ্ন শহর বেইরুট। রাস্তা ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকে ভেঙে পড়া দরজা, জানালা, কাঁচ। ভেঙে গিয়েছে প্রচুর ঘর বাড়ির ছাদ, দেওয়াল। প্রায় ৫০ মাইল দূরেও এই বিস্ফোরণের তীব্র আওয়াজে কেঁপে উঠেছে সকলে। বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা দেখে গোটা দুনিয়াই হকচকিয়ে গিয়েছে ৷ ভিডিওতেই পরিষ্কার যে একটা নয়- পরপর দুটি বিস্ফোরণ ঘটে মঙ্গলবার বেইরুটে ৷ বেইরুটের ওই বিস্ফোরণে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, ৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। গৃহহারা হয়েছেন ৩ লাখের বেশি লেবানিজ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রসবের চুড়ান্ত মুহূর্তে বেইরুটের ভয়ানক বিস্ফোরণ! ভাঙা কাঁচ, আর্ত চিৎকারের মধ্যেই জন্ম শিশুর, দেখুন সেই রোমহর্ষক ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement