3-Year-Old Drowns At US Water Park: তরুণী মগ্ন ফোনে, ওয়াটার পার্কের জলে ডুবে মৃত্যু ৩ বছরের শিশুর

Last Updated:

3-Year-Old Drowns At US Water Park:তদন্তকারীরা জানিয়েছেন ঘণ্টার পর ঘণ্টা নিজের ফোনে ব্যস্ত ছিলেন ৩৫ বছর বয়সি জেসিকা উইভার৷ একাই গান গেয়ে চলেছিলেন

গাফিলতির জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে
গাফিলতির জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে
টেক্সাস : মা ফোনে ব্যস্ত৷ তাঁর কোনও খেয়ালই নেই যে তিন বছর বয়সি শিশুসন্তান ওয়াটার পার্কে একাই খেলছে৷ খেলতে খেলতে জলে ডুবে মৃত্যু হয় ওই শিশুপুত্রের৷ এই মর্মান্তিক ঘটনা আমেরিকার টেক্সাসের এল পাসো এলাকায় ক্যাম্প কোহেন ওয়াটারপার্কে৷ তদন্তকারীরা জানিয়েছেন ঘণ্টার পর ঘণ্টা নিজের ফোনে ব্যস্ত ছিলেন ৩৫ বছর বয়সি জেসিকা উইভার৷ একাই গান গেয়ে চলেছিলেন৷ গাফিলতির জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে৷ তবে তাঁর আইনজীবীর অভিযোগ, ওয়াটার পার্কে লাইফগার্ডের ক্ষেত্রে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরাই কর্তব্যে অবহেলা করেছেন৷
সন্তানকে দেখভালের কর্তব্যে গাফিলতির দায়ে জেসিকাকে এল পাসো কাউন্টির কারাগারে বন্দি করা হয়৷ পরে আর্থিক বন্ডের বিনিময়ে তাঁকে মুক্তি দেওয়া হয়৷ দুর্ঘটনার পর ওয়াটার পার্কের চার ফুট গভীর সুইমিং পুল থেকে শিশুপুত্রের নিথর দেহ উদ্ধার করা হয়৷ অভিযোগ, ওয়াটার পার্কে নিয়ম থাকলেও ওই শিশু কোনও লাইফ ভেস্ট পরে ছিল না৷ যদিও সুইমিং পুলের নিয়ম অনুযায়ী ৬ বছরের কম বয়সি শিশুদের পরনে লাইফ ভেস্ট থাকতেই হবে৷ তাঁরা যত ক্ষণ সুইমিং পুলে থাকবে, তত ক্ষণ নজরদারির জন্য এক জন প্রাপ্তবয়স্ককেও থাকতে হবে৷
advertisement
advertisement
তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওয়াটার পার্কে জেসিকা ঘণ্টাখানেকের বেশি সময় ধরে নিজের ফোন নিয়েই ব্যস্ত ছিলেন৷ সমানে সেলফি ও অন্যান্য ছবি তুলছিলেন৷ এমনকি, প্রত্যক্ষদর্শীরা এ কথাও বলেছেন যে সুইমিং পুলের নীচ থেকে শিশুর নিথর দেহ তুলে আনার মিনিট সাতেক আগেও জেসিকা গান গাইছিলেন৷ মগ্ন ছিলেন মোবাইল ফোনে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
3-Year-Old Drowns At US Water Park: তরুণী মগ্ন ফোনে, ওয়াটার পার্কের জলে ডুবে মৃত্যু ৩ বছরের শিশুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement