Property: ১৫ লাখের বাড়ির দাম হয়ে গেল ৩ কোটি! পথ দেখাতে পারেন এই মহিলা, জেনে নিন বিস্তারিত
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Sanchari Kar
Last Updated:
Property: ৩০ বছরের ওই মহিলা পেশায় আর্কিটেক্ট। বেটসি সুইনি হুইলিয়ে নামের ওই মহিলা ১২০ বছরের একটি বাড়ি কেনেন। সেসময় দাম পড়েছিল ১৮,০০০ ডলার।
নিজের বাড়ি কেমন করে সাজাবেন, তা একান্তই বসবাসকারীর মনোগত অভিরুচি। ২০২০ সালে বিশ্বব্যাপী মহামারীর সময়, এক আমেরিকান মহিলা মাত্র ১৮,০০০ ডলারে একটি বাড়ি কিনেছিলেন যা বসবাসের অযোগ্য। পরে এই বাড়িটিকেই তিনি এমন ভাবে সংস্কার করে নেন, যে তা রূপান্তরিত হয় ৩ কোটি টাকা মূল্যের বাড়িতে।
নানা বিলাস উপাদানে ভরপুর এবং আকর্ষণীয় এই বাড়িটি কেনা হয়েছিল মাত্র ১৫ লক্ষ টাকায়। বর্তমান এই বাড়িটির বাজার মূল্য ৩,৭৫,০০০ ডলার বা প্রায় ৩,১২,১৩১৪৩ টাকা।
৩০ বছরের ওই মহিলা পেশায় আর্কিটেক্ট। বেটসি সুইনি হুইলিয়ে নামের ওই মহিলা ১২০ বছরের একটি বাড়ি কেনেন। সেসময় দাম পড়েছিল ১৮,০০০ ডলার। বাড়ির বেহাল দশা সত্ত্বেও, মিসেস সুইনি এই বাড়িটি ক্রয় করেন। পরে বাড়িটির অবস্থা দেখে তিনি বাড়িটিকে সংস্কার করার সিদ্ধান্ত নেন। বাড়ির দরজা থেকে শুরু করে ভিক্টোরিয়ান ফায়ারপ্লেস এবং ভিনটেজ বাথটাবের মতো বাড়ির মূল্যবান জিনিসগুলি সংরক্ষণ করার সময় প্রয়োজনীয় সংস্কারের প্রায় ১,০০,০০০ ডলার অর্থ ব্যয় করেন।
advertisement
advertisement
এই সংস্কার কাজের তদারকি করার জন্য, তিনি প্রতি মাসে ৯০০ ডলারে নিজের অ্যাপার্টমেন্টটি লিজ দেওয়ার সিদ্ধান্ত নেন। সংস্কারের জন্য কয়েকজন পেশাদারদেরও নিয়োগ করেন ওই মহিলা। মিসেস সুইনি ও তার সঙ্গীর সাহায্যে বাড়িটি এক বিলাসবহুল বাড়িতে পরিবর্তিত হয়।
advertisement
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মিস সুইনি এই প্রকল্পের জন্য মোট ১৬০,০০০ ডলার বিনিয়োগ করেছেন। রিয়েল এস্টেটের প্রতি তার দৃষ্টিভঙ্গি বোঝার জন্য তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সংস্কার সম্পূর্ণ প্রক্রিয়াটি শেয়ার করেছেন।
তিনি জানান, ‘এই ধরনের ঐতিহাসিক বাড়িতে বিনিয়োগ করে গ্রাহকরা যা বানাতে পারবেন নতুন বাড়ি কিনতে তার থেকে অনেক বেশি বিনিয়োগ করতে হবে।’
advertisement
একটি মন্তব্যে তিনি বাড়ির বর্তমান বাজার মূল্য সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, বাড়িটি বিক্রয় করতে হলে এই বাড়ির দাম হবে আকাশছোঁয়া। সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘আমার মতে বাড়িটির বর্তমান বাজারজাত মূল্য ২,৪০,০০০ ডলার। তবে শহরাঞ্চলে এই বাড়িটির মূল্য আরও বেশি হওয়ার কথা। আমার প্রতিবেশীদের এই একই ধরনের বাড়িতে ৩,৭৫,০০০ ডলারেরও বেশি খরচ করতে হয়েছে।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2023 5:05 PM IST