১৪ বছরের কিশোরকে টানা ধর্ষণ করে অন্তস্বত্তা এক মহিলা, পরে গ্রেফতার

Last Updated:

প্রসঙ্গত অপ্রাপ্তবয়স্ক কারোর সাথে যৌন সম্পর্ক করলে এবং তাতে অপ্রাপ্তবয়স্ক ছেলেটি বা মেয়েটির সম্মতি থাকলেও তা ধর্ষণ বলে বিবেচিত হয়।

#আরকানসাস : ১ বছর ধরে একটি ১৪ বছরের বালককে ধর্ষণ করার জন্য গ্রেফতার হলেন এক মহিলা।আমেরিকার আরকানসাসে এক বছর আগে একটি ১৪ বছরের ছেলেকে ধর্ষণ করেন এক মহিলা। তারপর একবছর ধরে লাগাতর ধর্ষণ করে যান ছেলেটিকে। এখন মহিলাটি ওই ছেলেটির সন্তানের দ্বারা অন্তস্বত্তা। এক ব্যক্তি এ সম্পর্কে পুলিশকে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে। মহিলার নাম ব্রিটনি গ্রে।
আমেরিকার সান পত্রিকা খবরটি বড় করে ছেপেছে। দ্য সান-এর  প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যাক্তি পুলিশকে খবরটি দিয়েছেন তিনি জানিয়েছেন, তিনি স্বচক্ষে ব্রিটনি গ্রের সঙ্গে ছেলেটিকে যৌন সম্পর্কে লিপ্ত হতে দেখেছেন। তিনি জানিয়েছেন, ব্রিটনি গ্রে ছেলেটির সঙ্গে এক বছর ধরে যৌন সম্পর্কে লিপ্ত। তিনি একথাও জানিয়েছেন যে এখন ব্রিটনি ওই ছেলেটির দ্বারাই অন্তস্বত্তা।
advertisement
অভিযোগ পেয়ে পুলিশ পরীক্ষা করিয়ে দেখেছে যে ব্রিটনি সত্যিই অন্তস্বত্তা। তাকে পুলিশ ১লা মার্চে গ্রেফতার করে। বৃহস্পতিবার ৫০০০ ডলার বন্ডে ব্রিটনি গ্রে জামিন পান। এপ্রিল মাসের ২৩ তারিখ তাকে কোর্টে হাজিরা দিতে হবে।
advertisement
প্রসঙ্গত অপ্রাপ্তবয়স্ক কারোর সাথে যৌন সম্পর্ক করলে এবং তাতে অপ্রাপ্তবয়স্ক ছেলেটি বা মেয়েটির সম্মতি থাকলেও তা ধর্ষণ বলে বিবেচিত হয়।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
১৪ বছরের কিশোরকে টানা ধর্ষণ করে অন্তস্বত্তা এক মহিলা, পরে গ্রেফতার
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement