চাঁদ তো মঙ্গলেরই অংশ! নাসা-কে আক্রমণ করে 'ধোঁয়াশা' ট্যুইট ট্রাম্পের

Last Updated:

নাসা কয়েক দিন আগেই জানায়, ২০২৪ সালের মধ্যে ফের চাঁদের মাটিতে পা রাখতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ হোয়াইট হাউস নাসা-র বক্তব্যে সম্মতিও জানায়৷ শুক্রবার হঠাত্‍‌ মার্কিন প্রেসিডেন্টের ট্যুইটে নাসা-কে সরাসরি আক্রমণ করেন৷

#ওয়াশিংটন ডিসি: ঠিক বোঝা যাচ্ছে না৷ গোটা বিশ্বই ধোঁয়াশায়৷ বুঝতে পারছে না নাসা-ও৷ এ টুকু বোঝা যাচ্ছে, নাসা-র উপর বেজায় রেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ চাঁদে অভিযান নিয়ে নাসা-কে ট্যুইটারে তুলোধনা করলেন ট্রাম্প৷ ট্রাম্পের বক্তব্য, ফের চাঁদের মাটিতে যাচ্ছে বলে যে প্রচার শুরু করেছে নাসা, তা বন্ধ হওয়া উচিত৷ ট্রাম্পের দাবি, চাঁদ হল মঙ্গলগ্রহেরই একটি অংশ৷ যার নির্যাস, টোটাল কনফিউশন!
advertisement
advertisement
ট্রাম্প ট্যুইটারে লিখেছেন, 'আমরা এত এত টাকা খরচ করছি, চাঁদে যাওয়ার আলোচনা বন্ধ করা উচিত নাসা-র৷ আমরা ৫০ বছর আগেই চাঁদে গিয়েছি৷ আরও বড় লক্ষ্যে দিকে তাকিয়ে কাজ করছি আমরা৷ নাসা-র উচিত সে দিকে ফোকাস করা৷ যেমন মঙ্গলগ্রহ (মঙ্গলগ্রহেরই একটি অংশ চাঁদ), প্রতিরক্ষা ও বিজ্ঞান!'
নাসা কয়েক দিন আগেই জানায়, ২০২৪ সালের মধ্যে ফের চাঁদের মাটিতে পা রাখতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ হোয়াইট হাউস নাসা-র বক্তব্যে সম্মতিও জানায়৷ শুক্রবার হঠাত্‍‌ মার্কিন প্রেসিডেন্টের ট্যুইটে নাসা-কে সরাসরি আক্রমণ করেন৷ ট্রাম্পের ট্যুইট অবশ্য কিছুই বুঝতে পারছে না ওয়াকিবহাল মহল৷ বুঝতে পারেনি নাসা-ও৷
advertisement
গত এপ্রিলেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঘোষণা করেন, ২০২৪ সালের মধ্যেই চাঁদে পাড়ি দেবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ নাসা-র প্রশাসক জিম ব্রাইডেনস্টেইন আরও একধাপ এগিয়ে জানান, এ বার তাঁরা চাঁদে শুধু পা রাখবেন না৷ বসবাসেরও ব্যবস্থা হবে৷
আরও ভিডিও: মহাকাশে প্রাণের খোঁজ, নয়া ঘোষণা নাসা-র
বাংলা খবর/ খবর/বিদেশ/
চাঁদ তো মঙ্গলেরই অংশ! নাসা-কে আক্রমণ করে 'ধোঁয়াশা' ট্যুইট ট্রাম্পের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement