#নয়াদিল্লি: অবশেষে ভারতের করোনা (Corona in India) পরিস্থিতি নিয়ে সাহায্যের আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। বিশ্বজুড়ে সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। তারই মধ্যে আমেরিকা জানিয়েছিল, আগের নিজের দেশের সকলে টিকা পাবেন। তারপর টিকার কাঁচামাল রপ্তানি করা হবে। ফলে প্রবল বেকায়দায় পড়ে ভারত। সমালোচনার মুখে পড়ে আমেরিকাও। এরপরই ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠানোর সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, বিপদের সময় ভারত তাঁদের পাশে দাঁড়িয়েছিল। তাই করোনার কারণে ভারতে যে দুঃসময় এসেছে, তাতে আমেরিকাও পাশে দাঁড়াবে।
প্রসঙ্গত, গতকাল পাক প্রেসিডেন্ট ইমরান খানের সাহায্যের বার্তার পরই ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে নীরবতা ভেঙেছিল মার্কিন যুক্তরাষ্ট্র (United States Of America) ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের (Coronavirus Second Wave) দাপটে ইতিমধ্যেই সংক্রমণে মার্কিন মুলুককে ছাড়িয়ে গিয়েছে ভারত। গত একমাসে বিদ্যুত গতিতে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সক্রমণে গোটা বিশ্বের নজরে এখন ভারতীয় উপমহাদেশ। এই অবস্থায় ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে শনিবার গভীর উদ্বিগ্ন প্রকাশ করেছিল আমেরিকা ৷
Just as India sent assistance to the United States as our hospitals were strained early in the pandemic, we are determined to help India in its time of need. https://t.co/SzWRj0eP3y
— President Biden (@POTUS) April 25, 2021
The U.S. is working closely with the Indian government to rapidly deploy additional support and supplies during an alarming COVID-19 outbreak. As we provide assistance, we pray for the people of India—including its courageous healthcare workers.
— Vice President Kamala Harris (@VP) April 25, 2021
এমনকী আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যে কমলা হ্যারিসের নীরাবতা নিয়ে প্রশ্ন উঠেছিল, তিনিও ট্যুইট করেন। লেখেন, 'কোভিড-১৯-এর প্রাদুর্ভাবে ভারত সরকারকে সবরকম সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের সাহসী স্বাস্থ্য কর্মী ও নাগরিকদের সুস্বাস্থ্যের প্রার্থনা করছি।'
প্রসঙ্গত, গত সপ্তাহেই ভারতের সঙ্গে সবরকম ভ্রমণ বন্ধ রাখার জন্য দেশের নাগরিকদের পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তাই নয়, ভারতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকার প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় আমেরিকার কাছে টিকা ও টিকা তৈরির কাঁচামাল রফতানি করার আবেদন জানিয়েছিল দিল্লি। কিন্তু তাতে আমেরিকা জানিয়ে দেয় নিজের দেশের প্রত্যেককে টিকা দেওয়ার পরেই তা বিদেশে পাঠানো হবে। এরপরই চিন্তায় পড়ে গিয়েছিল ভারতের সংশ্লিষ্ট মহল। অবশেষে সেই চিন্তা কাটল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona in india, Joe Biden, US president