জলবায়ু নিয়ে রাষ্ট্রনেতাদের তুলোধনা করা কিশোরীকে ব্যঙ্গ করলেন ট্রাম্প!
Last Updated:
নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন গ্রেটা। সেখানেই ১৬ বছরের সুইডিশ কিশোরী রীতিমতো তুলোধনা করল রাষ্ট্রনায়কদের৷
#নিউ ইয়র্ক: 'দেখে মনে হচ্ছে, খুব খুশি এক বালিকা উজ্জ্বল ও দারুণ ভবিষ্যতের দিকে তাকিয়ে৷ কী ভালো লাগছে ওকে দেখে!' রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনে ঝড় তুলে দেওয়া ষোলোর সুইডিশ কন্যা গ্রেটা থুনবার্গকে এ ভাবেই ট্যুইটারে ব্যাঙ্গ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
She seems like a very happy young girl looking forward to a bright and wonderful future. So nice to see! https://t.co/1tQG6QcVKO
— Donald J. Trump (@realDonaldTrump) September 24, 2019
advertisement
নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন গ্রেটা। সেখানেই ১৬ বছরের সুইডিশ কিশোরী রীতিমতো তুলোধনা করল রাষ্ট্রনায়কদের৷ বিশ্ববাসী তাঁকে কুর্নিশ জানাচ্ছে৷ প্রশাসনের উদ্দেশে গ্রেটা জানাল, 'আমরা আপনাদের লক্ষ্য করছি। সবকিছু ভুল হচ্ছে। আমার এখানে থাকার কথাই নয়। বরং সাগরের ওপারে নিজের স্কুলে থাকা উচিত।' পড়াশোনা থেকে আপাতত এক বছরের জন্য বিরতি নিয়ে সে আপ্রাণ চেষ্টা করছে পরিবেশকে বাঁচানোর।
advertisement
ক্ষুব্ধ কিশোরী রাষ্ট্রনায়কদের বললেন, 'আশা নিয়ে তোমরা আমাদের কাছে আসো। কী সাহস তোমাদের! হাউ ডেয়ার ইউ! ফাঁকা ভাষণ দিয়ে আমাদের শৈশবের সব স্বপ্ন ভেঙে চুরমার করে দাও। মানুষ মারা যাচ্ছে। গোটা পরিবেশ শেষ হয়ে যাচ্ছে। আমরা এখনও অনেকদিন বাঁচব। কিন্তু পৃথিবী বাঁচবে কি? দূষণ আর উষ্ণায়নে পৃথিবীর মৃত্যু ডেকে আনছেন আপনারা। আপনাদের মতো নীতি নির্ধারকদের জন্যই এই দুর্গতি আমাদের ছোটদের। আমাদের ভোটে দাঁড়ানোর বয়স হয়নি। আপনারা জিতেছেন৷ তাই আপনাদের ব্যবস্থা করতে হবে। করতেই হবে।'
advertisement
রাষ্ট্রনায়কদের একহাত নিয়ে সুইডিশ কিশোরী গ্রেটা বলে, 'আপনারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। কিন্তু এ বার যুব সমাজ সবটা বুঝতে পারছে। আগামী প্রজন্মের নজর আপনাদের উপরেই রয়েছে। আপনারা আমাদের হতাশ করলে কথা দিচ্ছি আমরা আপনাদের কাউকে রেয়াত করব না।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2019 11:32 PM IST