ইয়ে জো দেশ হ্যায় তেরা...! US Navy অফিসারের গলায় শাহরুখের সিনেমার গান, ভিডিয়ো ভাইরাল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
গানটি তিনি এতটাই ভাল গেয়েছিলেন যে দর্শকরা হাততালি দিয়ে ওঠেন।
দিনকয়েক আগে ডিনারের সময় মার্কিন নৌ সেনার ওই অফিসার শাহরুখ খান অভিনীত স্বদেশ সিনেমার গানটি গেয়েছিলেন। সেদিন নৈশভোজে আমেরিকার চিফ অফ নভাল অপারেশন মাইকেল এম গ্রিন্ডে উপস্থিত ছিলেন। ওই পার্টিতে ছিলেন তরনজিত্ সিং সান্ধুও। মার্কিন নৌ সেনার সেই অফিসার বাদ্যযন্ত্র সহযোগে সবার সামনে স্বদেশ সিনেমার সেই গানটি পরিবেশন করেন। তাঁকে সঙ্গ দেন মার্কিন নৌ সেনার আরও চারজন সদস্য। গানটি তিনি এতটাই ভাল গেয়েছিলেন যে দর্শকরা হাততালি দিয়ে ওঠেন। জমে উঠেছিল সেদিনের নৈশভোজের আসর।
advertisement
'ये वो बंधन है जो कभी टूट नहीं सकता! This is a friendship bond that cannot be broken ever.' US Navy singing a popular Hindi tune @USNavyCNO 's dinner last night! pic.twitter.com/hfzXsg0cAr
— Taranjit Singh Sandhu (@SandhuTaranjitS) March 27, 2021
advertisement
advertisement
২০০৪ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত স্বদেশ সিনেমাটি। এই সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছিলেন এ আর রহমান। ইউএস নেভি ব্যান্ড এদিন তাঁর গাওয়া গানটি গেয়ে যেন এ আর রহমানের অমর সৃষ্টিকেই স্বীকৃতি দিল। প্রায় দেড় মিনিটের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লোকজন ঝড়েগ গতিতে সেই ভিডিয়ো শেয়ার করছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2021 10:34 AM IST