WHO-র সঙ্গে সম্পর্ক ছেদ, সবার থেকে মুখ ফেরানোর অভ্যাস হয়েছে আমেরিকার, বলছে চিন

Last Updated:

সব রাজনৈতিক সন্ধি বা পারস্পরিক চুক্তি থেকে মুখ ফেরানো অভ্যাসে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট, বলছেন ঝাও৷

#বেজিং: সবকিছুর থেকে মুখ ফেরানোর অভ্যাস হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সম্পর্ক ছেদ করা নিয়ে শুরু হয়েছে আমেরিকার এই মনোভাব, দাবি চিনের৷ এভাবেই একতরফা চলার এক ইঙ্গিত দিচ্ছে আমেরিকা, বললেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান৷ তিনি আরও বলেন যে এটা একপ্রকার মার্কিনি স্বার্থপরতা কথাই বলছে৷
সব রাজনৈতিক সন্ধি বা পারস্পরিক চুক্তি থেকে মুখ ফেরানো অভ্যাসে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট, বলছেন ঝাও৷ শুক্রবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ভেঙেছে আমেরিকা৷ মূল অভিযোগ ছিল যে চিনের প্রতি পক্ষপাতিত্ব করেছে WHO৷ তবে WHO-র পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা ভাইরাস নিয়ে কোনও ভাবেই চিনের পাশে দাঁড়ায়নি তারা৷ বা কোনও ভুয়ো খবরও ছড়ায়নি৷
advertisement
করোনা ভাইরাস নিয়ে লড়তে WHO-কে ২ বিলিয়ান অর্থ সাহায্য করেন চিনা রাষ্ট্রপতি শি জিনপিন৷ আগামী দুবছরে যাতে করোনা মোকাবিলায় এই অর্থ কাজে লাগাতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাই এই অর্থদান৷ এই ঘটনার পরই ক্ষেপে যান ট্রাম্প৷ তারপর WHO-র সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন তিনি৷
advertisement
যদিও নিজের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করুন, ট্রাম্পকে এই বার্তা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ান৷ বিশ্ব সাস্থ্য সংস্থাকে আরও সাহায্য করুন অন্যান্য দেশ, এমন আর্জি রেখেছে চিনও৷
advertisement
WHO-র সঙ্গে সম্পর্ক শেষ করে একপ্রকার চিনের সঙ্গে আরও তিক্ততা বাড়িয়েছেন আমেরিকা, মনে করছেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
WHO-র সঙ্গে সম্পর্ক ছেদ, সবার থেকে মুখ ফেরানোর অভ্যাস হয়েছে আমেরিকার, বলছে চিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement