WHO-র সঙ্গে সম্পর্ক ছেদ, সবার থেকে মুখ ফেরানোর অভ্যাস হয়েছে আমেরিকার, বলছে চিন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সব রাজনৈতিক সন্ধি বা পারস্পরিক চুক্তি থেকে মুখ ফেরানো অভ্যাসে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট, বলছেন ঝাও৷
#বেজিং: সবকিছুর থেকে মুখ ফেরানোর অভ্যাস হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সম্পর্ক ছেদ করা নিয়ে শুরু হয়েছে আমেরিকার এই মনোভাব, দাবি চিনের৷ এভাবেই একতরফা চলার এক ইঙ্গিত দিচ্ছে আমেরিকা, বললেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান৷ তিনি আরও বলেন যে এটা একপ্রকার মার্কিনি স্বার্থপরতা কথাই বলছে৷
সব রাজনৈতিক সন্ধি বা পারস্পরিক চুক্তি থেকে মুখ ফেরানো অভ্যাসে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট, বলছেন ঝাও৷ শুক্রবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ভেঙেছে আমেরিকা৷ মূল অভিযোগ ছিল যে চিনের প্রতি পক্ষপাতিত্ব করেছে WHO৷ তবে WHO-র পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা ভাইরাস নিয়ে কোনও ভাবেই চিনের পাশে দাঁড়ায়নি তারা৷ বা কোনও ভুয়ো খবরও ছড়ায়নি৷
advertisement
করোনা ভাইরাস নিয়ে লড়তে WHO-কে ২ বিলিয়ান অর্থ সাহায্য করেন চিনা রাষ্ট্রপতি শি জিনপিন৷ আগামী দুবছরে যাতে করোনা মোকাবিলায় এই অর্থ কাজে লাগাতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাই এই অর্থদান৷ এই ঘটনার পরই ক্ষেপে যান ট্রাম্প৷ তারপর WHO-র সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন তিনি৷
advertisement
যদিও নিজের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করুন, ট্রাম্পকে এই বার্তা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ান৷ বিশ্ব সাস্থ্য সংস্থাকে আরও সাহায্য করুন অন্যান্য দেশ, এমন আর্জি রেখেছে চিনও৷
advertisement
WHO-র সঙ্গে সম্পর্ক শেষ করে একপ্রকার চিনের সঙ্গে আরও তিক্ততা বাড়িয়েছেন আমেরিকা, মনে করছেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2020 7:38 PM IST