Iran-Israel War: ভয়ঙ্কর পরিস্থিতি... ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা! বেজে গেল যুদ্ধের দামামা?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে।
ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সেনা বাহিনী ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। অন্যদিকে ইজ়রায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শনিবার ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে যাচ্ছে। ইজরায়েল তাঁকে হত্যার হুমকি দিচ্ছে৷ একই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷ এই পরিস্থিতিতে তাঁর উত্তরাধিকারী কে হবে, তা জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই৷ বাঙ্কারে লুকিয়ে থাকা অবস্থাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে৷
আরও পড়ুন : নীচে ফুঁসছে প্লাবিত তিস্তা, গাছের মগডালে ফণা তুলে বিষধর সাপের তাণ্ডব! ভাইরাল ভিডিও দেখলে হাড়হিম!
advertisement
advertisement
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিজের উত্তরাধিকারী হিসেবে তিন জন মুসলিম ধর্মগুরুকে বেছে নিয়েছেন খামেনেই৷ তবে এই তালিকায় নিজের ছেলে মোজতাবাকে রাখেননি তিনি৷ এতদিন শোনা যাচ্ছিল, ইরানের পরবর্তী শাসক হিসেবে মোজাতাবাকে তৈরি করা হচ্ছে৷ ইরানের সরকারি আধিকারিকদের উদ্ধৃত করেই এই দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস৷ শুধু নিজের উত্তরাধিকারী নয়, ইজরায়েলের হামলায় ইরান সেনার যে কম্যান্ডাররা নিহত হয়েছেন, তাঁদের স্থলাভিষিক্ত কারা হবেন, সেই তালিকাও খামেনেই তৈরি করছেন বলে খবর৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 22, 2025 6:51 AM IST