Iran-Israel War: ভয়ঙ্কর পরিস্থিতি... ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা! বেজে গেল যুদ্ধের দামামা?

Last Updated:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে।

News18
News18
ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে  হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সেনা বাহিনী ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে।  অন্যদিকে ইজ়রায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শনিবার ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে যাচ্ছে। ইজরায়েল তাঁকে হত্যার হুমকি দিচ্ছে৷ একই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷ এই পরিস্থিতিতে তাঁর উত্তরাধিকারী কে হবে, তা জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই৷ বাঙ্কারে লুকিয়ে থাকা অবস্থাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে৷
advertisement
advertisement
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিজের উত্তরাধিকারী হিসেবে তিন জন মুসলিম ধর্মগুরুকে বেছে নিয়েছেন খামেনেই৷ তবে এই তালিকায় নিজের ছেলে মোজতাবাকে রাখেননি তিনি৷ এতদিন শোনা যাচ্ছিল, ইরানের পরবর্তী শাসক হিসেবে মোজাতাবাকে তৈরি করা হচ্ছে৷ ইরানের সরকারি আধিকারিকদের উদ্ধৃত করেই এই দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস৷ শুধু নিজের উত্তরাধিকারী নয়, ইজরায়েলের হামলায় ইরান সেনার যে কম্যান্ডাররা নিহত হয়েছেন, তাঁদের স্থলাভিষিক্ত কারা হবেন, সেই তালিকাও খামেনেই তৈরি করছেন বলে খবর৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran-Israel War: ভয়ঙ্কর পরিস্থিতি... ইরানে হামলা শুরু করে দিল আমেরিকা! বেজে গেল যুদ্ধের দামামা?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement