US Airstrike in Kabul| বিস্ফোরক বোঝাই জঙ্গিদের গাড়িতে মার্কিন ড্রোন হামলা! রক্ষা পেল কাবুল বিমানবন্দর
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
US Airstrike in Kabul|বিমানবন্দরের কাছে সেই গাড়িতে বিস্ফোরণে এক শীর্ষ জঙ্গি নেতার মৃত্যু হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর।
#কাবুল: কাবুল বিমানবন্দরে বড়োসড়ো জঙ্গি হানার ছক বানচাল করল মার্কিন বাহিনী। সূত্রের খবর বিমানবন্দরে হামলার লক্ষ্যে গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে যাচ্ছিল আইএসকেপি জঙ্গিরা। বিমানবন্দরের কাছে সেই গাড়িতে বিস্ফোরণে এক শীর্ষ জঙ্গি নেতার মৃত্যু হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর।
সূত্রের খবর, কাবুল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া আইসিসি গাড়িটি আইডি ছিল। মার্কিন সেনা সূত্রের খবর ঠিক আগের মতোই এবারেও ওই গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
হামলার পর এই গাড়িটিতে ফের সশব্দে বিস্ফোরণ হয়। তা থেকেই বোঝা যায় গাড়িটিতে বিস্ফোরক বোঝাই ছিল। কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি এই ঘটনায়, জানাচ্ছে তালিবান এবং মার্কিন সেনা। তবে এই গাড়িটি বিমানবন্দরে গেলে যে ভয়াবহ কাণ্ড ঘটতে পারত তা নিশ্চিত।
advertisement
advertisement
উল্লেখ্য শনিবার থেকেই জো বাইডেন প্রশাসন বারবার বলে আসছে কাবুল বিমানবন্দরে আরও একবার প্রত্যাঘাত হানতে তৈরি হচ্ছে আইসিস। সে কথাই ফলে যায় আজ। কাবুল বিমানবন্দর লাগোয়া খওয়াজা বুখরা এলাকায় জঙ্গিরা এ দিন রকেট হানা দেয় । মার্কিন নাগরিকে ভরা ওই অঞ্চলে এই হামলার ফলে দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। তবে রাজনৈতিক মহল বলছে, এই হামলাটি আটকাতে না পারলেও কাবুল বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে বড় ছক বানচাল করতে পেরেছে মার্কিন সেনাবাহিনী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2021 8:47 PM IST