US Army|Afghanistan: কাবুলে পড়ে রইল মার্কিন সেনার ৭৩টি বিমান, চেষ্টা করলেও ওড়াতে পারবে না তালিবানরা

Last Updated:

আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কম্যান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও তাদের ৭৩টি বিমান পড়ে রয়েছে (US Army|Afghanistan)৷

#কাবুল: আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছে মার্কিন বাহিনী৷ কিন্তু কাবুল বিমানবন্দরে এখনও পড়ে রয়েছে মার্কিন বাহিনীর অনেকগুলি বিমান৷ এর পাশাপাশি আফগানিস্তানে মার্কিন সেনার বেশ কিছু সামরিক যান৷ কাবুল বিমানবন্দরেও থেকে গিয়েছে একটি অত্যাধুনিক রকেট ডিফেন্স সিস্টেম৷
যদিও আফগানিস্তান ছাড়ার আগে এসব কিছুই অকেজো করে দিয়ে গিয়েছে মার্কিন বাহিনী৷ ফলে আশঙ্কা থাকলেও মার্কিন বাহিনীর বিমান সহ ফেলে যাওয়া সামরিক যানগুলি কাজে লাগাতে পারবে না তালিবানরা৷
সোমবারই আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছে মার্কিন বাহিনী৷ আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কম্যান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও তাদের ৭৩টি বিমান পড়ে রয়েছে৷ কিন্তু গত দু' সপ্তাহে আফগানিস্তানে উদ্ধারকাজ চালানোর পাশাপাশি এই বিমানগুলি অকেজো করে দিয়েছে মার্কিন সেনা৷ ফলে সেগুলি আর আকাশে ওড়ানো সম্ভব নয়৷ ম্যাকেঞ্জি বলেন, 'ওই বিমানগুলি আর কোনওদিনই উড়বে না৷ কেউ সেগুলিকে ওড়াতে পারবে না৷'
advertisement
advertisement
ম্যাকেঞ্জি আরও জানিয়েছেন, গত ১৪ অগাস্ট থেকে কাবুল বিমানবন্দরে উদ্ধারকাজ চালানো এবং নিরাপত্তা দেওয়ার জন্য ৬০০০ সেনাকে নিয়ে বিশেষ বাহিনী গঠন করে পেন্টাগন৷ ওই বাহিনীর কাছে থাকা কমবেশি ৭০টি সশস্ত্র সামরিক যানও কাবুল বিমানবন্দরে পড়ে রয়েছে৷ যেগুলির এক একটির দাম প্রায় ১ মিলিয়ন ডলার৷ এই সমস্ত সামরিক যানগুলিকেও অকেজো করা হয়েছে৷ পাশাপাশি মার্কিন সেনার ব্যবহৃত ২৭টি হামভি গাড়িও অকেজো করা হয়েছে৷
advertisement
সোমবারই আইসিস-এর ছোড়া পাঁচটি রকেটকে আটকে দিয়েছিল কাবুল বিমানবন্দরে বসানো মার্কিন সেনার রকেট ডিফেন্স সিস্টেম৷ তাও আপাতত অকেজো হয়েই পড়ে রয়েছে কাবুল বিমানবন্দরে৷ ম্যাকেঞ্জি জানিয়েছেন, আফগানিস্তানের মাটি ছাড়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত এই সমস্ত সাজ, সরঞ্জামগুলিকে সক্রিয় রাখা হয়েছিল৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
US Army|Afghanistan: কাবুলে পড়ে রইল মার্কিন সেনার ৭৩টি বিমান, চেষ্টা করলেও ওড়াতে পারবে না তালিবানরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement