US Army|Afghanistan: কাবুলে পড়ে রইল মার্কিন সেনার ৭৩টি বিমান, চেষ্টা করলেও ওড়াতে পারবে না তালিবানরা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কম্যান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও তাদের ৭৩টি বিমান পড়ে রয়েছে (US Army|Afghanistan)৷
#কাবুল: আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছে মার্কিন বাহিনী৷ কিন্তু কাবুল বিমানবন্দরে এখনও পড়ে রয়েছে মার্কিন বাহিনীর অনেকগুলি বিমান৷ এর পাশাপাশি আফগানিস্তানে মার্কিন সেনার বেশ কিছু সামরিক যান৷ কাবুল বিমানবন্দরেও থেকে গিয়েছে একটি অত্যাধুনিক রকেট ডিফেন্স সিস্টেম৷
যদিও আফগানিস্তান ছাড়ার আগে এসব কিছুই অকেজো করে দিয়ে গিয়েছে মার্কিন বাহিনী৷ ফলে আশঙ্কা থাকলেও মার্কিন বাহিনীর বিমান সহ ফেলে যাওয়া সামরিক যানগুলি কাজে লাগাতে পারবে না তালিবানরা৷
সোমবারই আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছে মার্কিন বাহিনী৷ আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কম্যান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও তাদের ৭৩টি বিমান পড়ে রয়েছে৷ কিন্তু গত দু' সপ্তাহে আফগানিস্তানে উদ্ধারকাজ চালানোর পাশাপাশি এই বিমানগুলি অকেজো করে দিয়েছে মার্কিন সেনা৷ ফলে সেগুলি আর আকাশে ওড়ানো সম্ভব নয়৷ ম্যাকেঞ্জি বলেন, 'ওই বিমানগুলি আর কোনওদিনই উড়বে না৷ কেউ সেগুলিকে ওড়াতে পারবে না৷'
advertisement
advertisement
ম্যাকেঞ্জি আরও জানিয়েছেন, গত ১৪ অগাস্ট থেকে কাবুল বিমানবন্দরে উদ্ধারকাজ চালানো এবং নিরাপত্তা দেওয়ার জন্য ৬০০০ সেনাকে নিয়ে বিশেষ বাহিনী গঠন করে পেন্টাগন৷ ওই বাহিনীর কাছে থাকা কমবেশি ৭০টি সশস্ত্র সামরিক যানও কাবুল বিমানবন্দরে পড়ে রয়েছে৷ যেগুলির এক একটির দাম প্রায় ১ মিলিয়ন ডলার৷ এই সমস্ত সামরিক যানগুলিকেও অকেজো করা হয়েছে৷ পাশাপাশি মার্কিন সেনার ব্যবহৃত ২৭টি হামভি গাড়িও অকেজো করা হয়েছে৷
advertisement
সোমবারই আইসিস-এর ছোড়া পাঁচটি রকেটকে আটকে দিয়েছিল কাবুল বিমানবন্দরে বসানো মার্কিন সেনার রকেট ডিফেন্স সিস্টেম৷ তাও আপাতত অকেজো হয়েই পড়ে রয়েছে কাবুল বিমানবন্দরে৷ ম্যাকেঞ্জি জানিয়েছেন, আফগানিস্তানের মাটি ছাড়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত এই সমস্ত সাজ, সরঞ্জামগুলিকে সক্রিয় রাখা হয়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2021 4:16 PM IST