রাষ্ট্রসঙ্ঘে সম্মানিত পশ্চিমবঙ্গ, ‘কন্যাশ্রী’র জন্য পুরস্কৃত মমতা বন্দ্যোপাধ্যায়
Last Updated:
রাষ্ট্রসঙ্ঘে সম্মানিত পশ্চিমবঙ্গ, ‘কন্যাশ্রী’র জন্য পুরস্কৃত মমতা বন্দ্যোপাধ্যায়
#হেগ: বিশ্বমঞ্চে সম্মানিত পশ্চিমবঙ্গ ৷ বিশ্বের দরবারে আজ গর্বিত বাংলা ৷ রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে বিশেষভাবে সম্মানিত ও প্রশংসিত রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প ৷ এই প্রকল্প যার মস্তিষ্ক প্রসূত সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই কন্যাশ্রী প্রকল্পের জন্য পুরস্কার তুলের দিল UNO ৷
এদিন রাষ্ট্রসঙ্ঘের পাবলিক সার্ভিস ডে’র অনুষ্ঠানে সম্মানিত করা হল বাংলার প্রকল্পকে ৷ ৬৩টি দেশের প্রকল্পের মধ্যে সেরার শিরোপা উঠল কন্যাশ্রী-এর মাথায় ৷ এই সম্মানে আপ্লুত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ইটিভি নিউজ বাংলায় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ‘আরও বেশি কৃতজ্ঞতায় আবদ্ধ হলাম৷ এই পুরস্কার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি বাংলা তথা দেশের মানুষকে ৷’
advertisement
advertisement
কন্যাশ্রী কিংবা স্বাস্থ্যসাথীর ধাঁচে অন্য দেশেও চালু হোক এই ধরনের জনকল্যাণ মূলক প্রকল্প, চাইছে রাষ্ট্রসংঘ। পশ্চিমবঙ্গে কিভাবে এইসব প্রকল্পের কাজ চলছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই তা শুনলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
কন্যাশ্রী প্রকল্প রাজ্যজুড়ে সফল। কন্যাসন্তানের সুরক্ষার্থে এই প্রকল্প কেন্দ্র সরকার থেকে ইউনেস্কো সবার কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছে । এবার আরও একধাপ এগিয়ে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে সম্মানিত কন্যাশ্রী ৷
advertisement
নাবালিকা কন্যাদের পড়াশুনা থামিয়ে বিয়ে দেওয়ার প্রবণতা সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প ৷ এই কবছরে এই প্রকল্পের কারণেই স্কুলছুট পড়ুয়াদের সংখ্যা অনেক কমেছে ৷ ইতিমধ্যেই প্রায় ৪০ লক্ষ স্কুল ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2017 7:25 PM IST