জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, পাকিস্তানকে হুঁশিয়ারি হোয়াইট হাউসের
Last Updated:
#ওয়াশিংটন: চাপ বাড়ছে পাকিস্তানের উপর৷ অবিলম্বে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে হুঁশিয়ারি দিল মার্কিন যুক্তরাষ্ট্র৷ হোয়াই হাউস থেকে এক বিবৃতিতে পাকিস্তানকে বলা হয়েছে, পাকিস্তানের মাটি ব্যবহার করা জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে অবলিম্বে কড়া ব্যবস্থা নিতে হবে ইসলামাবাদকে৷
মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পিও এক বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তান বিদেশমন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে হোয়াইট হাউস৷ পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশির সঙ্গে কথা চলছে৷ তাঁকে বলা হয়েছে, পাকিস্তানের মাটি ব্যবহার করে যে জঙ্গি সংগঠনগুলি সক্রিয়, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক ইসলামাবাদ৷ বালাকোট সেক্টরে ভারতীয় বায়ুসেনার বিমানহানাকে 'সন্ত্রাস-বিরোধী পদক্ষেপ' বলেও আখ্যা দিয়েছে ওয়াশিংটন৷ একইসঙ্গে ভারত ও পাকিস্তানকে শান্তি আলোচনা শুরু করারও আবেদন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷
advertisement
বুঝে ওঠার আগেই সব শেষ। মিনিট পনেরোর অপারেশন। তাতেই খতম মাসুদের শ্যালক-সহ, জইশ-ই-মহম্মদের অন্তত ৩৫০ জঙ্গি। তেমনটাই দাবি সেনাবাহিনী সূত্রের। এরপরেই বিভিন্ন দেশের তরফে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে ৷ এই ঘটনার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় চিনও দু'পক্ষকে শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে। চিনের আশা দু'দেশই সংযম দেখাবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা করে চলবে।
advertisement
advertisement
চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেন, 'ভারত ও পাকিস্তান এই দু দেশই দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু দেশের মধ্যে সুসম্পর্ক এবং সহযোগিতা একই সঙ্গে এ দুদেশের স্বার্থে যেমন জরুরি, তেমনই সমগ্র দক্ষিণ এশিয়ায় শান্তি ও সুস্থিতি বজায় রাখার জন্যও তা প্রয়োজনীয়।'
আরও ভিডিও: ভোররাতে ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক শুরু করল...
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2019 10:43 AM IST