Love Story: মটন রেঁধে মালকিনকে 'মন চুরি' রাধুনির! ছাদনাতলায় এক হল চার হাত

Last Updated:

ইউটিউবার সৈয়দ বাসিত আলী এই দম্পতির গল্প শেয়ার করেছেন। বলিউডের গল্পকেও হার মানাবে এই লাভ স্টোরি!

(Credit- Screen Grab/ Syed Basit Ali/YouTube)
(Credit- Screen Grab/ Syed Basit Ali/YouTube)
#ইসলামাবাদ: কথায় বলে, মানুষের মনের রাস্তা তার পেটের থেকে শুরু হয়৷ অর্থাৎ ভাল খাবারের মধ্যে দিয়েই নারী বা পুরুষের মন পাওয়া যায় সহজে৷ পাকিস্তানের এক দম্পতি এই প্রবাদকে সত্যি প্রমাণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে দু’জনের প্রেমের কাহিনি। দু’জনের মধ্যে ৩৩ বছরের ব্যবধান রয়েছে। পাত্রী আলেয়ার বয়স ২২ বছর এবং রফিকের বয়স ৫৫ বছর। দু’জনেই প্রেমে পড়েন এবং তারপর বিয়ে করেন। বলা হচ্ছে, দু’জনের প্রথম দেখা হয়েছিল রিক্সায়!
তখন আলেয়া রফিককে ঠিকমতো চিনতেও পারেনি। প্রথম সাক্ষাতেই দু’জনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি এতটাই বেড়ে যায় যে রফিককে চড় মারেন আলেয়া। এ যেন ঠিক বলিউডের ছবি৷ প্রথমে ঝগড়া, তারপর মন দেওয়া নেওয়া৷ হাতাহাতির পর রফিক আলেয়াকে নিজে রেঁধে মাটন খাওয়ান। এত চমৎকার ছিল রান্না যে তা খেয়ে হাত চাটতে থাকেন আলেয়া এবং এর মধ্যেই মন দিয়ে ফেলেন রফিককে! ঝগড়া থেকে প্রেমে পাল্টে যায় তাদের সম্পর্ক৷
advertisement
আরও পড়ুন Rishi Sunak: ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক Infosys প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই, জানুন তাঁর আরও ইতিহাস
পাকিস্তানি ইউটিউবার সৈয়দ বাসিত আলী এই দম্পতির গল্প শেয়ার করেছেন। রফিক জানান যে আলেয়ার সঙ্গে তার দেখা হয়েছিল রিক্সায়। এ সময় হাতাহাতি হয় এবং আলেয়া তাকে চড়ও দেন। আলেয়া রিক্সা থেকে নামার পর রফিক তার পিছু নেন এবং সে তার বাড়িতে পৌঁছে যান। রফিক বেশ কিছু দিন আলেয়ার বাড়িতে যেতে থাকেন কিন্তু কোনও কাজ হয় না। তারপর একদিন রফিক আলেয়াকে জানান যে তিনি ভাল রান্না করেন৷
advertisement
advertisement
এরপর আলেয়ার বাড়িতে যান রফিক। আলেয়ার নির্দেশে রফিক প্রথম দিনেই একটি বিশেষ মাটন হান্ডি তৈরি করেন। পদটি আলেয়ার এত পছন্দ হয়েছিল যে তিনি রফিকের প্রেমে পড়েছিলেন। আলেয়া বলেন, রফিকের মতো খাবার আর কেউ রান্না করতে পারে না। রফিক বাড়ির কাজ দেখাশোনা করেন আর আলেয়া অনলাইন ব্যবসা করেন।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Love Story: মটন রেঁধে মালকিনকে 'মন চুরি' রাধুনির! ছাদনাতলায় এক হল চার হাত
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement