Love Story: মটন রেঁধে মালকিনকে 'মন চুরি' রাধুনির! ছাদনাতলায় এক হল চার হাত
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ইউটিউবার সৈয়দ বাসিত আলী এই দম্পতির গল্প শেয়ার করেছেন। বলিউডের গল্পকেও হার মানাবে এই লাভ স্টোরি!
#ইসলামাবাদ: কথায় বলে, মানুষের মনের রাস্তা তার পেটের থেকে শুরু হয়৷ অর্থাৎ ভাল খাবারের মধ্যে দিয়েই নারী বা পুরুষের মন পাওয়া যায় সহজে৷ পাকিস্তানের এক দম্পতি এই প্রবাদকে সত্যি প্রমাণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে দু’জনের প্রেমের কাহিনি। দু’জনের মধ্যে ৩৩ বছরের ব্যবধান রয়েছে। পাত্রী আলেয়ার বয়স ২২ বছর এবং রফিকের বয়স ৫৫ বছর। দু’জনেই প্রেমে পড়েন এবং তারপর বিয়ে করেন। বলা হচ্ছে, দু’জনের প্রথম দেখা হয়েছিল রিক্সায়!
তখন আলেয়া রফিককে ঠিকমতো চিনতেও পারেনি। প্রথম সাক্ষাতেই দু’জনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি এতটাই বেড়ে যায় যে রফিককে চড় মারেন আলেয়া। এ যেন ঠিক বলিউডের ছবি৷ প্রথমে ঝগড়া, তারপর মন দেওয়া নেওয়া৷ হাতাহাতির পর রফিক আলেয়াকে নিজে রেঁধে মাটন খাওয়ান। এত চমৎকার ছিল রান্না যে তা খেয়ে হাত চাটতে থাকেন আলেয়া এবং এর মধ্যেই মন দিয়ে ফেলেন রফিককে! ঝগড়া থেকে প্রেমে পাল্টে যায় তাদের সম্পর্ক৷
advertisement
আরও পড়ুন Rishi Sunak: ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক Infosys প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই, জানুন তাঁর আরও ইতিহাস
পাকিস্তানি ইউটিউবার সৈয়দ বাসিত আলী এই দম্পতির গল্প শেয়ার করেছেন। রফিক জানান যে আলেয়ার সঙ্গে তার দেখা হয়েছিল রিক্সায়। এ সময় হাতাহাতি হয় এবং আলেয়া তাকে চড়ও দেন। আলেয়া রিক্সা থেকে নামার পর রফিক তার পিছু নেন এবং সে তার বাড়িতে পৌঁছে যান। রফিক বেশ কিছু দিন আলেয়ার বাড়িতে যেতে থাকেন কিন্তু কোনও কাজ হয় না। তারপর একদিন রফিক আলেয়াকে জানান যে তিনি ভাল রান্না করেন৷
advertisement
advertisement
এরপর আলেয়ার বাড়িতে যান রফিক। আলেয়ার নির্দেশে রফিক প্রথম দিনেই একটি বিশেষ মাটন হান্ডি তৈরি করেন। পদটি আলেয়ার এত পছন্দ হয়েছিল যে তিনি রফিকের প্রেমে পড়েছিলেন। আলেয়া বলেন, রফিকের মতো খাবার আর কেউ রান্না করতে পারে না। রফিক বাড়ির কাজ দেখাশোনা করেন আর আলেয়া অনলাইন ব্যবসা করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2022 9:11 PM IST