জি৭ বৈঠকে ব্রিটেন আমন্ত্রণ জানাল মোদিকে, সম্মেলনের আগেই ভারত সফরে বরিস জনসন

Last Updated:

জি৭ বৈঠকে ব্রিটেনের আমন্ত্রণ পেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী জুনে ব্রিটেনের কর্নওয়াল প্রদেশে নেতৃস্থানীয় সাত গণতান্ত্রিক অর্থনৈতিক দেশ- ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জাপান, ইতালি, আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নগুলি জি৭ বৈঠকে অংশ নেবে৷

#লন্ডন: জি৭ বৈঠকে ব্রিটেনের আমন্ত্রণ পেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী জুনে ব্রিটেনের কর্নওয়াল প্রদেশে নেতৃস্থানীয় সাত গণতান্ত্রিক অর্থনৈতিক দেশ- ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জাপান, ইতালি, আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নগুলি জি৭ বৈঠকে অংশ নেবে৷
আলোচনায় উঠে আসবে করোনা ভাইরাস অতিমারি, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তন, বৈজ্ঞানিক আবিষ্কার এবং উন্মুক্ত বাণিজ্য। এই বৈঠকের আগেই সম্ভবত ভারতে ঘুরে যাবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতে আসার জন্য তাঁকে আমন্ত্রণ জানান মোদি৷ কিন্তু করোনার নতুন স্ট্রেনের সংক্রমণে ভয়াবহ চেহারা নিয়েছিল ব্রিটেন৷ ফলে বাধ্য হয়ে ভারত সফর বাতিল করেন জনসন৷ জি৭ বৈঠকে ভারত ছাড়াও অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে অতিথি দেশ হিসাবে আমন্ত্রণ জানিয়েছে ব্রিটেন৷
advertisement
ব্রিটেনের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, "প্রধানমন্ত্রী বরিস জনসন জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনান্য নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন৷ করোনা পরবর্তী পৃথিবীকে আরও ভাল গড়ে তোলার সুযোগটি সদ্ব্যবহার করে ভবিষ্যতকে আরও সুন্দর, সবুজ ও সমৃদ্ধশালী করে তোলার ব্যাপারে তিনি আলোচনায় বসতে চান৷"
advertisement
করোনা যুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃড় করার ব্যাপার অঙ্গীকারবদ্ধ জনসন৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, "ভারত ইতিমধ্যেই বিশ্বেj ৫০ শতাংশেরও বেশি করোনা টিকা সরবরাহ করেছে৷ করোনা মহামারিতে ব্রিটেন ও ভারত একত্রে কাজ করছে৷ আমাদের প্রধানমন্ত্রী নিয়মিত কথা বলছেন৷ জি৭ বৈঠকের আগে তিনি ভারতে আসবেন৷"
advertisement
জনসনকে উদ্ধৃত করেই সেই বিবৃতিতে লেখা হয়েছে, "করোনা ভাইরাস নিঃসন্দেহে আমাদের প্রজন্মের পর প্রজন্মের কাছে সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি এবং আধুনিক বিশ্বকে কঠিনতম পরীক্ষায় ফেলে দিয়েছে৷ অভিজ্ঞতা এমনটাই বলে৷ আমরা একমাত্র একত্রিত হয়ে আরও ভাল উন্মুক্ত ভবিষ্যত বানানোর উদ্দীপনা থেকেই এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারি"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
জি৭ বৈঠকে ব্রিটেন আমন্ত্রণ জানাল মোদিকে, সম্মেলনের আগেই ভারত সফরে বরিস জনসন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement