ক্যাবেই দুই বান্ধবীর চুম্বন, 'বেআইনি' বলে নামিয়ে দিলেন উবর চালক

Last Updated:

ওই চালকের অ্যাপ-এর অ্যাকসেসও বাতিল করা হয়েছে।

#নিউ ইয়র্ক: রাস্তায় যেতে যেতেই স্নেহচুম্বনে জড়িয়েছিলেন দুই বান্ধবী । আর তাতেই রেগে ক্যাব থেকে নামিয়ে দিলেন উবর চালক । ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্ক সিটিতে ।
আহমেদ এল বৌতারি নামের ওই উবর চালকের দাবি, এই আচরণ বেআইনি । তার ট্যাক্সি লাইসেন্স আটক করেছে নিউ ইয়র্ক সিটি ট্যাক্সি ও লিমুজিন কমিশন ।
advertisement
দুবছর ধরে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে ২৬ বছরের অ্যালেক্স আইওভিন ও ২৪ বছরের এমা পিচল-এর । গত সপ্তাহে এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ম্যানহ্যাটনে ফেরার সময় উবর বুক করেন তারা । সিএনএন-কে দেওয়া অ্যালেক্সের বয়ান অনুযায়ী, গাড়ির পিছনের দুপাশেক সিটে বসেছিলেন তারা । মিডল সিট খোলা ছিল । কথাবার্তা চলছিল দুজনের মধ্যে । এই সময়ই তারা এক অপরকে চুম্বন করেন ।
advertisement
উবর-এর ওয়েবসাইটের গাইডলাইন অনুযায়ী, উবর চলাকালীন কোনও যাত্রী যৌনমিলনে লিপ্ত হতে পারবেন না বা চালককে কোনও ভাবে উত্যক্ত করতে পারবেন না । অ্যালেক্সে ও পিচল-এর বক্তব্য অনুযায়ী, তারা কোনও ভাবেই কোনও রকম অশালীন আচরণ করেননি যা উবর গাইডলাইন বিরোধী ।
উবর মুখপাত্র সুসান হেন্ডরিক জানিয়েছেন, ইতিমধ্যেই তাদের ১৫ ডলারের বিল রিফান্ড করেছে উবর । ওই চালকের অ্যাপ-এর অ্যাকসেসও বাতিল করা হয়েছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
ক্যাবেই দুই বান্ধবীর চুম্বন, 'বেআইনি' বলে নামিয়ে দিলেন উবর চালক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement