পাকিস্তান থেকে নিখোঁজ ভারতীয় হাইকমিশনের দুই আধিকারিক

Last Updated:

সকালে ইসলামাবাদের অফিসেও গিয়েছিলেন তারপর থেকেই নিখোঁজ

#ইসলামাবাদ: পাকিস্তানে নিখোঁজ হলেন ২ জন  ভারতীয় হাইকমিশনের আধিকারিক ৷ দুই জন উচ্চপদাধিকারী হাই কমিশনার সোমবার সকাল থেকেই নিখোঁজ ৷ ইসলামাবাদে আধিকারিক কাজ করার সময় থেকে তাঁরা নিখোঁজ হন ৷ পুরো বিষয়টা পাকিস্তানি আধিকারিকরা খতিয়ে দেখছেন ৷ সূত্রের হিসেব মতো দুই আধিকারিকরা প্রায় দুঘন্টা ধরে নিখোঁজ ৷ ভারতের পক্ষ থেকে এই বিষয়ে সরকারি স্তরে অভিযোগ করা হয়েছে ৷
এই দুই হাই কমিশন আধিকারিক  CISF ড্রাইভার ছিলেন ৷ সকাল সাড়ে আটটা থেকে ইসলামাবাদের অফিস থেকে নিখোঁজ হয়ে যান ৷ গাড়ি করে অফিস থেকে বেরোনোর পর তাঁরা নিখোঁজ হয়ে যান৷
এর কয়েকদিন আগেই ভারত পাকিস্তান হাই কমিশনের দুই আধিকারিককে বরখাস্ত করে দেন ৷ কারণ তারা নয়াদিল্লিতে থেকে ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করার সময় ধরা পড়েন ৷ এই দুই পাকিস্তানি আধিকারিক নয়াদিল্লিতে ভিসার জায়গায় কাজ করেন ৷
advertisement
advertisement
৩১ মে ভারতীয় আধিকারিকরা দুই পাকিস্তান হাই কমিশন আধিকারিকরা দিল্লির করোলবাগের অফিস থেকে বেশ কিছু সংবেদনশীল ও প্রচুর গুরুত্বপূ্র্ণ তথ্য পাচার করত ৷ এই মারাত্মক কাজের জন্য তাদের ১ জুন ইসলামাবাদে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ৷
advertisement
এই দুই আধিকারিকরা ভুয়ো পরিচয়পত্র দিয়ে আধারকার্ড নিয়ে ছিলেন ৷ তাদের একজনের পরিচয় ছিল নাসির গোতাম - গীতা কলোনির বাসিন্দা ৷ তাদের থেকে দুটো অ্যাপেল ফোন , ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল ৷
দুই আধিকারিকরা আবিদ হুসেন আবিদ- ৪২, তাহির খান ৪৪ বছরের ছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তান থেকে নিখোঁজ ভারতীয় হাইকমিশনের দুই আধিকারিক
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement