ফের এভারেস্ট অভিযানে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা ৬
Last Updated:
ফের এভারেস্ট অভিযানে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা ৬
#কাঠমান্ডু্: চলতি মরশুমের এভারেস্ট অভিযানেও মৃত্যু মিছিল। এভারেস্ট এক্সপিডিশনে গিয়ে মৃত্যু হল দুই নেপালি শেরপার । এ বছর এখনও পর্যন্ত এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ছয়।
নিহতদের নাম হল পাসাং নরবু শেরপা এবং দামাই সারকি শেরপা। এর মধ্যে এক বিদেশি পর্বতারোহীকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয় দামাই সারকি শেরপার। সরকারি সূত্রে জানানো হয়েছে, পর্বতারোহণের প্রভূত অভিজ্ঞতা থাকলেও ওই বিদেশি পর্বতারোহীকে উদ্ধার করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হন দামাই সারকি শেরপার। পা ফসকে প্রায় ৬০ ফুট নীচে গর্তে পড়ে তাঁর মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন
advertisement
অন্যদিকে, অভিযান চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মৃত্যু হয় পাসাং নরবু শেরপা। এভারেস্টের চূড়ার কিছু নীচেই ছিলেন তিনি । উল্লেখ্য, গত তিন সপ্তাহ ধরে নিখোঁজ পর্বতারোহনের আরেক গাইড শেরপা লামা বাবু । এখনও তাঁর কোনও খবর না মেলায় তিনি মৃত বলেই মনে করা হচ্ছে। এর আগে চলতি বছরে এই অভিযানে আরও তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2018 12:27 PM IST