পরপর দুটি কম্পনে কেঁপে উঠল নেপাল, ফিরল ২০১৫-র ভয়াবহ স্মৃতি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২০ মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল
#কাঠমান্ডু: ২০ মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। প্রথম কম্পনটি অনুভূত হয় শনিবার রাত ৯ টা৩৬মিনিটে, কাঠমান্ডু থেকে ৭৫ কিমি পশ্চিমে অবস্থিত ধাধিং-এ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। দ্বিতীয় কম্পনটিও অনুভূত হয় একই জায়গায়, রাত ৯ টা ৫২ মিনিটে। রিখটার স্কেলে কমপ্নের মাত্রা ছিল ৩.২। এখনও পর্যন্ত কোনও ক্ষয়খতির খবর পাওয়া যায়নি।
শনিবারের কম্পনে ফিরে এল ২০১৫ সালের ভয়াবহ স্মৃতি। বিধ্বংসী ভূমিকম্পে ছাড়াখাড় হয়ে গিয়েছিল গোটা নেপাল। মৃত্যু হয়েছিল ৯০০০ মানুষের।
উল্লেখ্য, ২৯ মে ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। ভূমিকম্প অনুভূত হয় পার্শ্ববর্তী এমসিআর এলাকাতেও। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে ভূমিকম্পের উৎস হরিয়ানার রোহতকের কাছে। মাটি থেকে ১৬ ফুট গভীরে ভূকম্পনের কেন্দ্র।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2020 9:16 PM IST