ফ্রড হয়েছে ৫ রাজ্যে, কেবল বৈধ ভোট গণনা করলে আমিই জিতব: ট্রাম্প
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সংবাধমাধ্যমকে ট্রাম্প জানিয়েছেন, ‘যদি কেবল বৈধ ভোট গণনা করা হয় তাহলে নির্বাচনে আমিই জিতব ৷’
#ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোটের গণনা এখনও চলছে ৷ মনে করা হচ্ছে কয়েক ঘণ্টার মধ্যে জো বাইডেন সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে যেতে পারেন ৷ পেনসিলভানিয়া ও মিশিগানে ভোট প্রদানে কারচুপি করা হয়েছে ৷ এখানে ফের গণনা করা হোক ৷ তাঁর দাবি কেবল বৈধ ভোট গণনা করা হোক, তাহলে সব জায়গা থেকে তিনিই জয়ী হবেন ৷
সংবাধমাধ্যমকে ট্রাম্প জানিয়েছেন, ‘যদি কেবল বৈধ ভোট গণনা করা হয় তাহলে নির্বাচনে আমিই জিতব ৷’তিনি আরও জানিয়েছেন, নির্বাচন নিয়ে আদলাত পর্যন্ত মামলা পৌঁছবে কারণ ‘এই প্রক্রিয়া সঠিক না ৷ নির্বাচনে এরকম প্রতারণা কিছুতেই সহ্য করব না ৷ মেল ইন ব্যালটের সম্বন্ধে আগেই জানিয়েছিলাম যে এটা ধ্বংসাত্মক প্রমাণিত হতে পারে ৷’
advertisement
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একাধিক রাজ্যে ভোট আরও একবার গণনা করার আবেদন নিয়ে ট্রাম্প নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ পেনসিলভেনিয়ার ফিলেডেলফিয়ার আদালতে একটি মামলার শুনানি এখনও বাকি রয়েছে ৷ ট্রাম্প জানিয়েছেন অ্যারিজোনায় তিনি এগিয়ে রয়েছেন৷ অ্যারিজোনায় এখনও পর্যন্ত ৮৮ শতাংশ ভোট গণনা হয়েছে ৷ তবে প্রোজেকশনে বাইডেনের এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
“We can both claim the states, but ultimately I have a feeling judges are going to have to rule” Donald Trump alleges fraud - without any evidence: “There has been a lot of shenanigans and we can’t stand for that in our country”https://t.co/fVQ13KG8wT pic.twitter.com/K8nArjuYOP
— BBC News (World) (@BBCWorld) November 6, 2020
advertisement
ট্রাম্প জানিয়েছেন নির্বাচন প্রক্রিয়া স্বচ্চ রাখা আমাদের লক্ষ্য ৷ এর জন্য আদালতের দ্বারস্থ হতে হলে তাই হবেন ৷ ট্রাম্পের অভিযোগ পোস্টাল ব্যালট ভোট নিয়ে কারচুপি করেছে ডেমোক্র্যাটরা ৷ তবে এখনও পর্যন্ত ট্রাম্প বা রিপাবলিকানরা কোনও প্রমাণ দিতে পারেনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2020 8:21 AM IST