দুনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে ট্রাফিক জ্যাম, শেষধাপে পৌঁছনোর পরই হা-পিত্যেশ করে বসে থাকা

Last Updated:
#কাঠমান্ডু: অপেক্ষা বাড়ছে। এক ঘণ্টা, দেড় ঘণ্টা, তিন ঘণ্টা। বাধ্য হয়ে মাঝরাস্তা থেকে ফিরতে হচ্ছে অনেককে। দুনিয়ার সর্বোচ্চ শৃঙ্গে ট্রাফিক জ্যাম। এভারেস্টে ওঠার শেষ ধাপে উঠেও বেশ কিছু অভিযাত্রীরই সামিট করা হল না। এদের মধ্যে রয়েছেন বাঙালি অভিযাত্রী পিয়ালী বসাকও।
রেশন দোকান, সব্জির বাজার, টিকিট কাউন্টার এমনকী অটোয় উঠতেও লাইন - আম আদমির কাছে এসব রোজকার ব্যাপার। এবার বোধহয় পর্বতারোহীদেরও লাইনে দাঁড়ানোর প্রশিক্ষণ নিতে হবে।
বুধবার রীতিমতো অভূতপূর্ব পরিস্থিতির মুখে পড়লেন এভারেস্ট অভিযাত্রীরা।
advertisement
শেষধাপে পৌঁছনোর পরই হা-পিত্যেশ করে বসে থাকা। কখন সামিট করার সুযোগ আসবে! আলো পড়ে আসায় সামিট না করেই ক্যাম্পে ফিরে আসতে হয় বেশ কিছু অভিযাত্রীকে। বাঙালি অভিযাত্রী পিয়ালি বসাকও সামিট করতে না পেরে বেস ক্যাম্পে নেমে আসেন। বৃহস্পতিবার আবহাওয়া ভালো থাকলে ফের সামিট করতে রওনা হবেন তাঁরা। এভারেস্টের অভিযানের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। কেন তৈরি হল এই পরিস্থিতি?
advertisement
- গত দু'দিন খারাপ আবহাওয়ার কারণে সামিট বন্ধ ছিল
- বুধবার সামিটের জন্য রওনা দেন প্রায় ২৫০ অভিযাত্রী
- শেরপাদের মিলিয়ে ছিলেন প্রায় সাড়ে ৩৫০ জন
- ব্যালকনি ও হিলারি স্টেপ পেরিয়ে সামিট করতে হয়
- সংকীর্ণ এই রাস্তায় একসঙ্গে দুজনের বেশি যেতে পারেন না
- হিলারি স্টেপেই প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয় অভিযাত্রীদের
advertisement
চলতি বছরে এভারেস্টে অভিযানের সংখ্যা দেখেও চমকে গিয়েছেন অভিজ্ঞ অভিযাত্রীরা। তাদের বক্তব্য, অন্যান্য বছরের তুলনায় অভিযাত্রীর সংখ্যা দ্বিগুণেরও বেশি। আর তাই সামিট নিয়ে এই অব্যবস্থা।
অ্যাডভেঞ্চার প্রেমীরা আবার বলছেন, পৃথিবীর চুড়োতেও ট্রাফিক জ্যাম। এও এক দূর্লভ অভিজ্ঞতা বটে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
দুনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে ট্রাফিক জ্যাম, শেষধাপে পৌঁছনোর পরই হা-পিত্যেশ করে বসে থাকা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement