Tornado in America: আমেরিকার ইতিহাসে অন্যতম বড় ঝড়ের হানা! ভাঙল আমাজনের কারখানা, মৃত্যুমিছিল

Last Updated:

Tornado in America: কেনটাকির ইতিহাসে এত ভয়াবহ ঘূর্ণিঝড় এর আগে হয়নি। জানিয়েছেন সেখানকার গভর্নর।

ভয়ঙ্কর ঝড়ের হানা
ভয়ঙ্কর ঝড়ের হানা
#নিউ ইয়র্ক: বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দাপট আমেরিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বের কেনটাকিতে শুক্রবার মধ্যরাতে হানা দিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড়। সূত্রের খবর ইতিমধ্যেই আমেরিকার ৫ রাজ্যে নিজের শক্তি জাহির করেছে এই একাধিক টর্নেডো। এই কারণে ইতিমধ্যেই অন্তত ৮০ জনের মৃত্য়ু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ''আমেরিকার ইতিহাসে অন্যতম বড় ঝড় হানা দিয়েছে।'' সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা এখন কেনটাকি। বিস্তীর্ণ এলাকা ঝড়ে একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কেনটাকির গভর্নর জানিয়েছেন, সেখানেই অন্তত ৫০জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
মৃত্যুর সংখ্য়া আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভয়াবহ অবস্থা। কেনটাকির ইতিহাসে এত ভয়াবহ ঘূর্ণিঝড় এর আগে হয়নি। জানিয়েছেন সেখানকার গভর্নর। ২০০ মাইল জুড়ে অসংখ্য বাড়ি, দোকান নষ্ট হয়েছে এই ঝড়ে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, ''এমন বিধ্বংসী ঝড় আমরা এর আগে দেখিনি। কেনটাকিতে অন্তত ৫০ জন মারা গিয়েছেন। সংখ্যাটা আরও অনেক বাড়তে পারে।''
advertisement
advertisement
ঝড়ের দাপটে কেনটাকিতে একটি মোমবাতি কারখানার উপরে গোটা ছাদ ভেঙে পড়েছিল। তার জেরেই বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন গভর্নর। স্টেট অফ এমার্জেন্সি জারি করা হয়েছে। সূত্রের খবর, শুক্রবার আমেরিকারই একটি অঙ্গরাজ্য ইলিয়নসে আমাজনের গুদাম ভেঙে গিয়েছে প্রবল ঝড়ে। প্রায় শতাধিক কর্মী তাতে চাপা পড়ে গিয়েছেন।
advertisement
শনিবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু হলেও রবিবারও শুধুই মৃত্যুমিছিল। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকিবিলার চেষ্টা করছে প্রশাসন। ইলিয়নসের গভর্নর জেবি প্রিটজার জানিয়েছেন, ''দুর্গতদের জন্য আমি প্রার্থনা করছি। স্টেট পুলিশ ও দুর্যোগ মোকাবিলার কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।'' আমাজনের তরফেও জানানো হয়েছে, কর্মীদের সুরক্ষার জন্য সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে তাঁদের তরফে। আরকানাস, কেনটাকি ও টেনিসির উপর দিয়েই মূলত ঝড়টি বয়ে গিয়েছে। আরকানাসে একজনের মৃত্যু হয়েছে বলে আপাতত শোনা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা একটি নার্সিংহোমও।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Tornado in America: আমেরিকার ইতিহাসে অন্যতম বড় ঝড়ের হানা! ভাঙল আমাজনের কারখানা, মৃত্যুমিছিল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement