পাকিস্তানে রক্ত গঙ্গা বইবে! শাহাবাজ, বিলাওয়ালদের এবার খোলা হুমকি তালিবানের
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Top Pakistani leaders will now be targeted open warning issued by TTP as condition worsens in Pakistan. পাকিস্তানে রক্ত গঙ্গা বইবে! শাহাবাজ, বিলাওয়ালদের এবার খোলা হুমকি তালিবানের
#ইসলামাবাদ: পাকিস্তানের পরিস্থিতি আগামীদিনে আরও ভয়ঙ্কর হতে চলেছে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খুন খারাপি বেড়ে যাবে এটাই স্বাভাবিক নিয়তি।
পাকিস্তানের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে ‘শক্ত পদক্ষেপ’ নেওয়ার হুমকি দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি)। এই রাজনীতিকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
টিটিপি বলছে, তাদের বিরুদ্ধে সরকারের ‘যুদ্ধ’ ঘোষণা এই হুমকির কারণ। বুধবার টিটিপির মুখপাত্র মুহাম্মদ খোরাসানি এক বিবৃতিতে বলেন, দীর্ঘ সময় হলো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি টিটিপি। যদি দুই দল তাদের অবস্থানে অনড় থাকে, তাহলে দলগুলোর নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন - আগুনের নাম উমরান মালিক! গতির ঝড়ে তুলে নিলেন শ্রীলঙ্কার তিনটি উইকেট
দিন কয়েক আগেই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ঘোষণা দিয়েছিল, তারা পাকিস্তানে সন্ত্রাসবাদ নির্মূলে বিন্দুমাত্র ছাড় দেবে না। এরপরই টিটিপির কাছ থেকে হুমকির এই বার্তা এল। টিটিপি বলছে, আমাদের লক্ষ্য হল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। তারা পশ্চিমাদের ইচ্ছায় দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।
advertisement
২০২২ সাল জুড়ে পাকিস্তানে অন্তত ১৫০টি হামলা চালিয়েছে টিটিপি। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে গত নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে করা একটি অস্ত্রবিরতি চুক্তি থেকে সরে আসে টিটিপি। প্রত্যাহারের পর টিটিপি যোদ্ধাদের আরও বেশি হামলা চালানোর আদেশ দেন গোষ্ঠীটির নেতারা।
"As far as intimidation is concerned, these people will be afraid of death, we are not afraid. We have fought from terrorists and extremists before and we will, I call them terrorists, I do not consider them human." - Chairman PPP Bilawal Bhutto Zardari befitting replied to TTP pic.twitter.com/XThxtimgJf
— Peoples Friends Forum (@PeoplesFForum) January 5, 2023
advertisement
পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করছে বলে বুধবার দেওয়া বিবৃতিতে অভিযোগ করেছে টিটিপি। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, আফগানিস্তানের মাটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা হবে না বলে তালেবান যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তাদের মেনে চলা উচিত।
তবে তালিবানের এই নতুন হুমকি থামাতে পিছিয়ে আসতে রাজি নয় পাকিস্তান। প্রয়োজনে তারা বিমানবাহিনী ব্যবহার করবে জানিয়েছে। দমে যাচ্ছে না তালিবানও। তারাও জানিয়েছে চ্যালেঞ্জ নিতে তৈরি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2023 9:22 PM IST