গাড়ি থেকে বেরোচ্ছিল দুর্গন্ধ! দরজা খুলতেই প্লাস্টিকে জড়ানো এগুলো কী?... TikTokস্টারের ভয়ঙ্কর পরিণতি দেখে শিউরে উঠলেন সবাই

Last Updated:

TikTok Star Found Dead: পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে, দেহগুলি যে পিক-আপ ট্রাকে ছিল, সেটি একটি অটো রিপেয়ার শপের সামনে দিয়ে গিয়েছিল। তদন্তে সেই ওয়ার্কশপ থেকে রক্তের দাগ, গুলির খোসা ও একাধিক প্রমাণ উদ্ধার হয়।

মেক্সিকোর গুয়াদালাহারা শহরের সান আন্দ্রেস এলাকায় নৃশংস হত্যাকাণ্ড! খুন হলেন জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার এসমেরালদা ফেরের গারিবে, তার স্বামী রবার্তো কার্লোস গিল লিসিয়া এবং তাঁদের দুই সন্তান। 
মেক্সিকোর গুয়াদালাহারা শহরের সান আন্দ্রেস এলাকায় নৃশংস হত্যাকাণ্ড! খুন হলেন জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার এসমেরালদা ফেরের গারিবে, তার স্বামী রবার্তো কার্লোস গিল লিসিয়া এবং তাঁদের দুই সন্তান। 
সকালে সান আন্দ্রেসে একটি গাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বলে পুলিশে খবর যায়। পুলিশ এসে গাড়ির দরজা খুলতেই চমকে ওঠে। ভিতরে ছিল চারটি দেহ, প্রত্যেকটি প্লাস্টিকে মোড়ানো। দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে উপস্থিত মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরে জানা যায়, দেহগুলি ৩২ বছর বয়সি টিকটক তারকা এসমেরালদা, তার স্বামী রবার্তো, ১৩ বছরের ছেলে গেল সান্তিয়াগো এবং ৭ বছরের মেয়ে রেজিনার।
মেক্সিকোর গুয়াদালাহারা শহরের সান আন্দ্রেস এলাকায় নৃশংস হত্যাকাণ্ড! খুন হলেন জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার এসমেরালদা ফেরের গারিবে, তার স্বামী রবার্তো কার্লোস গিল লিসিয়া এবং তাঁদের দুই সন্তান।
advertisement
advertisement

কী ভাবে ধরা পড়ল ঘটনা?

এসমেরালদা ছিলেন টিকটকে পরিচিত মুখ, তার ফলোয়ার ছিল ৪৪ হাজারেরও বেশি। তিনি প্রায়ই বিলাসবহুল গাড়ি, দামি ব্র্যান্ড—ডিওর, গুচি, লুই ভুইতঁ—এবং আড়ম্বরপূর্ণ ছুটির ছবি শেয়ার করতেন।

কেন খুন করা হল?

পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে, দেহগুলি যে পিক-আপ ট্রাকে ছিল, সেটি একটি অটো রিপেয়ার শপের সামনে দিয়ে গিয়েছিল। তদন্তে সেই ওয়ার্কশপ থেকে রক্তের দাগ, গুলির খোসা ও একাধিক প্রমাণ উদ্ধার হয়। পুলিশের ধারণা, পরিবারটিকে সেই ওয়ার্কশপের ভিতরে খুন করা হয়েছিল এবং পরে দেহগুলি গাড়িতে ভরে অন্যত্র ফেলে রাখা হয়।
advertisement
প্রসিকিউটর আলফোনসো গুতিয়েরেজ সান্তিয়ান জানান, ফরেনসিক রিপোর্ট এখনও আসেনি, তবে উদ্ধার হওয়া প্রমাণ থেকেই নিশ্চিত হওয়া যাচ্ছে খুন ওই ওয়ার্কশপেই হয়েছে। এই ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করে—হেক্টর ম্যানুয়েল ভালদিভিয়া মার্টিনেজ ও এক ব্যক্তি, যার ডাকনাম এল চিনো। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়।
advertisement
তবে এখানেই শেষ নয়। মুক্তি পাওয়ার পর হেক্টর ও এল চিনো তাঁদের দুই আত্মীয়কে নিয়ে বেরোলে, সশস্ত্র দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। জানা যায়, আক্রমণকারীরা অন্তত দুই ঘণ্টা ধরে জায়গাটিতে নজরদারি চালাচ্ছিল। পরিকল্পনা মতো হামলায় এল চিনো পালাতে সক্ষম হলেও অন্য তিনজন নিখোঁজ হয়ে যায়। এই রহস্যময় ঘটনা পরম্পরার পর পুলিশ বিশেষভাবে তদন্ত চালাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
গাড়ি থেকে বেরোচ্ছিল দুর্গন্ধ! দরজা খুলতেই প্লাস্টিকে জড়ানো এগুলো কী?... TikTokস্টারের ভয়ঙ্কর পরিণতি দেখে শিউরে উঠলেন সবাই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement