corona virus btn
corona virus btn
Loading

ভি-ডে তে প্রাক্তনের নামে আরশোলা কিনে খাইয়ে দিন অন্য পশুকে, চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা

ভি-ডে তে প্রাক্তনের নামে আরশোলা কিনে খাইয়ে দিন অন্য পশুকে, চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা
Image for representation purpose only.

আর বুকের জ্বালা মেটাতে এই কর্মকাণ্ড আয়োজন করার পরেও হতেই পারে আপনি সামনে থেকে বিষয়টি দেখতে পারলেন না বা চাইলেন না৷ সেক্ষেত্রে বাড়িতে বসেই ফেসবুক লাইভে সবটা দেখতে পারবেন৷

  • Share this:

#সান অন্টানিও: বদলার ভ্যালেন্টাইনস ডে, প্রাক্তনের নামে আরশোলার নাম করে খাইয়ে দিন অন্য পশুকে৷ তারপর দেখুন কী হয়৷ এমনই এক বিজ্ঞাপন দিয়েছে সান অন্টানিওর একটি চিড়িয়াখানা৷ এই ভ্যালেন্টাইনস ডে-তে এই চিড়িয়াখানার তরফে বলা হয়েছে, এটি আসলে প্রাক্তনের ওপর পরোক্ষে বদলা নেওয়ার এক সহজ উপায়৷ আর সেই জন্যই চিড়িয়াখানায় ওই দিনটায় মাত্র পাঁচ ডলারের বিনিময়ে একটি আরশোলা কিনতে হবে৷ তারপর সেটির নামকরণ করতে পারবেন আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার নামে৷ আর তারপর অন্য একটি পশুকে সেই আরশোলা খাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে চিড়িয়াখানা৷ এই গোটা প্রক্রিয়ার নাম ‘ক্রাই মি এ ককরোচ’ শুধু তাই না, ইচ্ছা হলে একটি ইঁদুরও কিনতে পারবেন আপনি৷ সেটিও একই পদ্ধতিতে খাইয়ে দিতে পারবেন৷ সেক্ষেত্রে খরচ করতে হবে মাত্র ২০ ডলার৷ আর বুকের জ্বালা মেটাতে এই কর্মকাণ্ড আয়োজন করার পরেও হতেই পারে আপনি সামনে থেকে বিষয়টি দেখতে পারলেন না বা চাইলেন না৷ সেক্ষেত্রে বাড়িতে বসেই ফেসবুক লাইভে সবটা দেখতে পারবেন৷ চিড়িয়াখানার তরফ থেকে একটি সার্টিফিকেটও দেওয়া হবে৷ যেখানে আপনার প্রাক্তনের নাম লেখা থাকবে৷ প্রতিশোধ নিতে সেটি ফেসবুকে শেয়ার করে ট্যাগও করতে দিতে পারবেন আপনার প্রাক্তনকে৷ আর এই গোটা বিষয়টাই হবে ভ্যালেন্টাইনস ডে-র দিন৷

Published by: file 18 user
First published: February 11, 2020, 6:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर