ভি-ডে তে প্রাক্তনের নামে আরশোলা কিনে খাইয়ে দিন অন্য পশুকে, চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা
- Published by:file 18 user
- news18 bangla
Last Updated:
আর বুকের জ্বালা মেটাতে এই কর্মকাণ্ড আয়োজন করার পরেও হতেই পারে আপনি সামনে থেকে বিষয়টি দেখতে পারলেন না বা চাইলেন না৷ সেক্ষেত্রে বাড়িতে বসেই ফেসবুক লাইভে সবটা দেখতে পারবেন৷
#সান অন্টানিও: বদলার ভ্যালেন্টাইনস ডে, প্রাক্তনের নামে আরশোলার নাম করে খাইয়ে দিন অন্য পশুকে৷ তারপর দেখুন কী হয়৷ এমনই এক বিজ্ঞাপন দিয়েছে সান অন্টানিওর একটি চিড়িয়াখানা৷ এই ভ্যালেন্টাইনস ডে-তে এই চিড়িয়াখানার তরফে বলা হয়েছে, এটি আসলে প্রাক্তনের ওপর পরোক্ষে বদলা নেওয়ার এক সহজ উপায়৷ আর সেই জন্যই চিড়িয়াখানায় ওই দিনটায় মাত্র পাঁচ ডলারের বিনিময়ে একটি আরশোলা কিনতে হবে৷ তারপর সেটির নামকরণ করতে পারবেন আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার নামে৷ আর তারপর অন্য একটি পশুকে সেই আরশোলা খাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে চিড়িয়াখানা৷ এই গোটা প্রক্রিয়ার নাম ‘ক্রাই মি এ ককরোচ’ শুধু তাই না, ইচ্ছা হলে একটি ইঁদুরও কিনতে পারবেন আপনি৷ সেটিও একই পদ্ধতিতে খাইয়ে দিতে পারবেন৷ সেক্ষেত্রে খরচ করতে হবে মাত্র ২০ ডলার৷
আর বুকের জ্বালা মেটাতে এই কর্মকাণ্ড আয়োজন করার পরেও হতেই পারে আপনি সামনে থেকে বিষয়টি দেখতে পারলেন না বা চাইলেন না৷ সেক্ষেত্রে বাড়িতে বসেই ফেসবুক লাইভে সবটা দেখতে পারবেন৷ চিড়িয়াখানার তরফ থেকে একটি সার্টিফিকেটও দেওয়া হবে৷ যেখানে আপনার প্রাক্তনের নাম লেখা থাকবে৷ প্রতিশোধ নিতে সেটি ফেসবুকে শেয়ার করে ট্যাগও করতে দিতে পারবেন আপনার প্রাক্তনকে৷ আর এই গোটা বিষয়টাই হবে ভ্যালেন্টাইনস ডে-র দিন৷
advertisement
Only a few days left to name a cockroach or a rat after your ex during the first-ever “Cry Me a Cockroach” event! 💔 Name a roach or rat here: https://t.co/9Wk5wsHVDR pic.twitter.com/cyEOYTFRb1
— San Antonio Zoological Society 🦏 (@SanAntonioZoo) February 10, 2020
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2020 6:08 PM IST