এবার মা দুর্গা হচ্ছেন এই নায়িকা
Last Updated:
#ঢাকা: যখন অ্যালার্ম বাজল ৷ ঘড়িতে তখন ভোর পাঁচটা ৷ দু’চোখে তখনও ঘুমের আবেশ জড়়িয়ে ৷ আরেকটু ঘুমলো মন্দ হয় না ৷ কিন্তু সময়মতো অফিসে না ঢুকলে মুখে চুনকালি! অগত্যা...
ওয়াশরুম থেকে বেরিয়ে হাতে গরমা গরম এক কাপ স্ট্রং কফি নিয়ে জানলাতে চোখ ৷ রাতের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে ৷ তখন দত্তবাড়ির বাগানের গাছগুলোর সবজে গা বেয়ে জল চুইয়ে পড়ছে ৷ সত্যিই সকাল সকাল উঠলে চোখটা যেন জুড়িয়ে যায় ৷ সঙ্গে ভরে মনটাও ৷ হঠাৎ চোখ গেল আকাশের দিকে ৷
advertisement
সত্যি আকাশটাও কিন্তু ফাটিয়ে দেখাচ্ছে ৷ এক্কেবারে ঝকঝক করছে ৷ কয়েক ঘণ্টা আগে বৃষ্টি হয়ে গেছে কে বলবে? মাথার মধ্যে খলে গেল-‘আরে শরৎকাল তো চলেই এসেছে ৷ এটা তো ভাদ্র মাস ৷’ চোখ গেল দত্তদের বাড়ির গেটের পাশে শিউলি গাছটার দিকে ৷ হ্যাঁ ঠিক ৷ ওই তো কুঁড়ি আসতে শুরু করেছে ৷ পুজোর তো আর বেশিদিন বাকিও নেই ৷
advertisement
advertisement
দুর্গা রূপে ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ ছবি সৌজন্যে: বিপ্লব সাহা ৷
এই তো কিছুদিন ধরে কুমোরটুলিতে কাজ শুরু হয়ে গিয়েছে ৷ আবার বিভিন্ন ক্লাবে পুজো প্রস্তুতি তুঙ্গে ৷ বাঙালি আর পুজো ৷ এ নিয়ে তো নতুন করে বলার কিছু নেই! প্রচলিত কথা রয়েছে,‘বাঙালি যেখানে যায় এক টুকরো বাংলা তৈরি করে ফেলে ৷’সে কথা প্রমাণ করে বিশ্বজুড়ে দুর্গাপুজোর আয়োজন করে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষজন ৷ এ বছরও তাঁর অন্যথা হল না ৷ বাংলাদেশেও পুজোর প্রস্তুতি জোরকদমে ৷ পুজোর রং লেগেছে ফ্যাশন জগতেও ৷
advertisement
এই তো পুজোর সম্ভার নিয়ে হাজির হয়েছে ‘বিশ্বরং’৷ তাঁদের নতুন পুজো ফ্যাশনে থাকছে বিশেষ চমক ৷ এমনটাই জানিয়েছেন ‘বিশ্বরঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা ৷
দুর্গা রূপে ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ ছবি সৌজন্যে: বিপ্লব সাহা ৷
আর পুজোর আগে তাঁদের পুজোর মুখ সামনে এনেছেন তাঁরা ৷ দুর্গারূপিনী এক নারীকে সামনে এনেছেন তাঁরা ৷ আর সেই ছবি সামনে আসতেই বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছে ৷ কেন জানেন? আসলে সেখানে দুর্গা রূপে দেখা গিয়েছে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷ তাঁকে দিয়ে বিশেষ ফোটোশুট করিয়েছেন বিপ্লববাবু ৷
advertisement
এই কাজটি করে বেশ আপ্লুত অভিনেত্রীও ৷ তিনি বললেন, ‘‘বাংলাদেশের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার সঙ্গে কাজ করতে পেরে আমি প্রচণ্ড খুশি ৷ ফ্যাশনের প্রতি তাঁর কর্ম প্রচেষ্টা ও নিষ্ঠা দু’দেশকে আরও কাছে আনবে বলে আমার ধারণা ৷’’
Location :
First Published :
August 31, 2018 4:47 PM IST