The Sleeping Prince: হার মানল জিয়নকাঠি...২০ বছর কোমায় থাকার পর চিরঘুমে সৌদির রাজপুত্র...কে ছিলেন এই ঘুমন্ত রাজকুমার? চিনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
The Sleeping Prince: এর পর থেকে রিয়াধে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। কিন্তু কোনও দিন ফিরে আসেনি চৈতন্য। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
রিয়াধ : সৌদি যুবরাজ আলওয়ালিদ বিন খালেদ মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হলেন শনিবার। গত ২০ বছর তিনি কোমায় ছিলেন। বিশ্বে তিনি পরিচিত ছিলেন ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ঘুমন্ত রাজকুমার নামে। দু’ দশক আগে লন্ডনে এক পথ দুর্ঘটনার শিকার হওয়ার পর তিনি কোমায় চলে যান। এর পর থেকে রিয়াধে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। কিন্তু কোনও দিন ফিরে আসেনি চৈতন্য। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রিন্স আলওয়ালিদ বিন খালেদের জন্ম ১৯৯০ সালের ১৮ এপ্রিল। সৌদি রাজ পরিবারের সদস্য প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের বড় ছেলে ছিলেন তিনি। পাশাপাশি ধনকুবের যুবরাজ প্রিন্স আলওয়ালিদ বিন তালালের ভাইপো ছিলেন তিনি। আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আবদুলাজিজ তাঁর প্রপিতামহ। সৌদির বর্তমান রাজা সলমান বিন আবদুলাদিদ আল সৌদ তাঁর দূর সম্পর্কের আত্মীয়।
advertisement
লন্ডনে মিলিটারি কলেজে পড়ার সময় ২০০৫ সালে যুবরাজ আলওয়ালিদ ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হন। তখন তাঁর বয়স মাত্র ১৫ বছর। দুর্ঘটনায় তাঁর ব্রেন হেমারেজ হয়। মস্তিষ্কে রক্ষক্ষরণের ফলে সম্পূর্ণ কোমায় চলে যান যুবরাজ।
advertisement

কোমায় ঘুমিয়ে থাকা যুবরাজকে নিয়ে আসা হয় সৌদি আরবের রাজধানী রিয়াধে কিং আবদুলাজিজ মেডিক্যাল সিটি-তে। সেখানে ভেন্টিলেটর এবং ফিডিং টিউব-এ তাঁকে রাখা হয়েছিল। বিশ্বের তাবড় ডাক্তার তথা বিশেষজ্ঞরা তাঁর শুশ্রূষা করেছিলেন। কিন্তু যুবরাজের সংজ্ঞা ফিরে আসেনি কোনওদিন। ২০১৫ সালে ডাক্তাররা তাঁর পরিবারকে পরামর্শ দেন লাইফ সাপোর্ট খুলে নেওয়ার। কিন্তু তাঁর বাবা প্রিন্স খালেদ এবং পরিবার সন্মত হননি। তাঁদের আশা ছিল যুবরাজ একদিন সুস্থ হবেন।
advertisement
২০১৯ সালে যুবরাজের মধ্যে মৃদু স্পন্দন দেখা যায়। সামান্য আঙুল নড়তে দেখা যায়। মাথাটাও একটু আধটু নাড়াতে পারছিলেন। কিন্তু সার্বিক পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। শেষ পর্যন্ত সব চেষ্টা বিফলে গেল। কোমায় থাকা অবস্থাতেই চিরঘুমের দেশে তলিয়ে গেলেন ঘুমন্ত রাজকুমার। আর কোনওদিনই ভাঙবে না তাঁর ঘুম।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 10:36 AM IST