ফের হামলার আশঙ্কা কলম্বোয় ! দেশজুড়ে হাই অ্যালার্ট, কড়া নিরাপত্তা বলয়ে মোড়া গোটা শ্রীলঙ্কা
Last Updated:
ইনটেলিজেন্স সূত্রে পাওয়া খবর
#কলম্বো: পরপর আটটি ধামাকায় রবিবার সাতসকালে কেঁপে উটেছে শ্রীলঙ্কা এই নারকীয় ঘটনার দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেট বা আইএস ৷ তবে এখানেই শেষ নয় মঙ্গলবার কলম্বোয় পুলিশ জানিয়েছে এই হাই অ্যালার্টের কথা, ফলে দেশজুড়ে নাকাবন্দি ৷ এই ভয়ঙ্কর ধ্বংসলীলার দায় শিকার করে নিয়েছে ইসলামিক স্টেট বা আইএস ৷
Reuters: Islamic State claims responsibility for Sri Lanka bombings through its Amaq news agency. pic.twitter.com/Rus0kDmbJv
— ANI (@ANI) April 23, 2019
advertisement
গত রবিবার ইস্টার প্রার্থনার সময়েই চার্চের কেঁপে উঠেছিল ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠেছিল ৷ এখনও পর্যন্ত শেষ পাওয়া খবরে ৩২১ জন কম করে মারা গিয়েছেন ৷ ৫০০ জন আহত হয়েছেন ৷
advertisement
১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সেদেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বেশিরভাগ এই ধরনের বিস্ফোরণই আত্মঘাতী বিস্ফোরণ হয়ে তাকে ৷ ভারত-পাকিস্তান মিলে মোট ৩৫ জন মারা গিয়েছেন ৷
Location :
First Published :
April 23, 2019 6:13 PM IST