#লন্ডন: টেন ডাউনিং স্ট্রিটে জনপ্রতিনিধিদের সঙ্গে একই দরজা দিয়ে বেড়িয়ে আসছে ল্যারি। ল্যারি, যাঁর কাঁধেই রয়েছে ক্যাবিনেট অফিসের কাগজ পত্র দেখাশোনার। আরও পরিষ্কার করে বললে, গুরুত্বপূর্ণ কাগজপত্র যাতে ইঁদুরে কেটে নষ্ট না করে, সেটাই দেখা কাজ এই সেলিব্রিটি বিড়ালের।
দু’হাজার এগারো সাল থেকে এই দাযিত্ব সামলে যাচ্ছে সে। তবে, এবারই প্রথম নয় আগে হামফ্রে নামেও একটি বিড়াল এই দায়িত্ব সামলে এসেছে। থেরেসা মে-র দায়িত্ব নেওয়া থেকে পদত্যাগ। প্রসিডেন্ট ট্রম্পকে অভিনন্দন জানানো থেকে বারাক ওবামাকে বিদায়। টেন ডাউনিং স্ট্রিটের এরকম অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষীও এই ল্যারি।