#ব্যাঙ্কক: ৯ দিন পরে খোঁজ মিলল নিখোঁজ এক ফুটবল টিমের ৷ টানা নয় দিন জল ও খাবার ছাড়া অন্ধকার গুহায় আটকে থাকার পর অবশেষে খোঁজ মিলল ১২ জন ফুটবল ও তাদের কোচের ৷ ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে ৷
রোজকার মতো ফুটবল ট্রেনিং শেষে নিজের দলের ১২ জন কিশোর খেলোয়াড়কে নিয়েই মাঠ ছেড়ে বেরোন বছর ২৫-এর ফুটবল কোচ ৷ তারপর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ একসঙ্গে পুরো ফুটবল টিমের নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবরে চাঞ্চল্য ছড়ায় ৷
প্রশাসনের তরফে অনুসন্ধান শুরু হলে দেখা যায় থাম লুয়াং গুহার সামনে ফুটবলারদের সাইকেল, ফুটবল, বুট, ব্যাকপ্যাক প্রভৃতি খেলার সামগ্রী পড়ে রয়েছে ৷ তাতেই অনুসন্ধানকারী দল অনুমান করেন, গুহাতেই হয়ত আটকে পড়েছেন ওই ১২ জন ফুটবলার ও তাদের কোচ ৷ এরপরই শুরু হয় উদ্ধারকাজ ৷
আরও পড়ুন
আফগানিস্তানে ন্যাটো বাহিনীর উপর আত্মঘাতী হামলা, মৃত ৫
পুলিশ জানিয়েছে, ট্রেনিং শেষে ফুটবলাররা কোচের সঙ্গে থাম লুয়াং গুহায় ঢোকেন ৷ সেসময় বাইরে চলছিল অঝোরে বৃষ্টি ৷ একটানা বৃষ্টিতে চারিদিকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ৷ গুহাতেই আটকে পড়েন ফুটবলাররা ৷ জলে চারপাশ ডুবে যাওয়ায় বাঁচতে গুহার আরও গভীরে শুকনো জায়গায় আশ্রয় নেন অসহায় ১৩ জন ৷
এই ৯ দিন ভরসা বলতে তাদের কাছে ছিল টর্চের আলো ও আত্মবিশ্বাস ৷ একটানা খিদে সহ্য করে অপরিসীম জীবনী শক্তির জোরেই এতদিন ওই গুহায় সুস্থ থাকতে পেরেছেন ওই ১৩ জন ৷ সোমবার গভীর রাতে উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছায় ৷ তাদের বার করে আনতে দ্রুত গতিতে চলছে উদ্ধারকাজ ৷
থাইল্যান্ডের প্রশাসন জানিয়েছে, দীর্ঘ সময়ের অনাহারে সাময়িক অসুস্থ হলে পড়লেও সবাই নিরাপদ ও অক্ষত রয়েছে ৷ এক সপ্তাহেরও বেশি সময়ের পর নিজের সন্তানদের খবর উচ্ছ্বসিত ফুটবলারদের পরিবার ৷ এখন শুধু সন্তানদের কাছে পাওয়ার অপেক্ষা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heavy rains, Thai Soccer Team, Thai Soccer Team Trapped in Cave, Thailand